ফটোশপ সিসি তে অভ্র দিয়ে ঝকঝকে বাংলা লিখুন যে কোন বাংলা ইউনিকোড ফন্ট দিয়ে
আমরা জানি যে ফটোশপ এ অভ্র দিয়ে বাংলা লিখতে গেলে ফন্ট সিলেক্ট করতে হয় "Siyam Rupali ANSI" এবং অভ্র তে "SHIFT + F12" চেপে "Output as ANSI" মোড চালু করতে হয় । এভাবে বাংলা লিখলে শুধুমাত্র " Siyam Rupli ANSI " ফন্ট এই লেখা যায় কিন্তু অন্য কোন বাংলা ফন্ট এ লিখা যায় না । এটা একটা বিশাল অসুবিধা । এতগুলো বাংলা ফন্ট থাকতে আমি শুধু একটা ব্যাবহার করব কেন ?? আমি সব ফন্টই ব্যাবহার করব । হ্যাঁ এটাও সম্ভব । "Adobe Photoshop CC" তে আপনি যে কোন ফন্ট এ ডিরেক্টলি বাংলা লিখতে পারবেন ANSI মোড চালু না করে কিন্তু দেখবেন যে আকার, ওকার এগুলা ঠিকমত আসতেছে না । একবার লিখলেই বুঝতে পারবেন । এসব ঝামেলা থেকে মুক্তি পেতে এবং "ফটোশপ সিসি" দিয়ে যে কোন ফন্ট এ বাংলা লিখা লিখতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ...............। একদম সোজা কাজ । ফটোশপে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায় কিভাবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। ফটোশপ এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা রেন্ডারিং সুবিধা যোগ হয়েছে । এর আগের ভার্সনগুলোতে বাংলা ইউনিকোডে লেখা বাংলা টেক্...