পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Apple vs Andorid এদের পারফর্মেন্সের দিক দিয়ে মূল পার্থক্য কোথায়?

ছবি
  এক কথায় উত্তর, OPTIMIZATION   ৫০০০০ টাকা দিয়ে এন্ড্রোয়েড কিনলেও ১ বছর পর তার ঝিরঝিরা অবস্থা বুঝতে পারবেন   সেকেন্ড হ্যান্ড আইফোন ৬ কিনেন, তাও দেখবেন যে বাটার স্মুথ   আইওএস এ অভ্যাস হয়ে গেলে এন্ড্রোয়েড এর ঝিরঝিরা ল্যাগিং আর ভাল্লাগবে না   ছাড়তে পারবেন না, সো বি কেয়ারফুল  মানুষ এতো পচায় কিন্তু আবার ঠিকি কিনে... হুদাই ভাব দেখানোর জন্য আইফোন হইলে এত মানুষ জীবনেও কিনত না ভাই... কিছু তো আছে যার জন্য মানুষ এত টাকা ঢালতে রাজি হয় তাইনা? Snapdragon 865 এর ১ বছর পর এর অবস্থা আর ২০১৭ এর A11 Bionic এর ৩ বছর পরের অবস্থা কম্পেয়ার করলেই বুঝবেন মানুষ ক্যান একটা বেইচা আরেকটা কিনে তাও খাওয়া আপেল ছাড়ে না 

ফেসবুকে অ্যাড দেওয়ার আগে দেখে নিন

ছবি
   ফেসবুক অ্যাড দেওয়ার ক্ষেত্রে যে সকল  গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা জরুরী  বেশি অর্ডার পেতে বেশি লোকেশন নির্বাচন করার দরকার নেই এই অ্যাডের লোকেশন ছিলো শুধুমাত্র ঢাকা নির্ভর, ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ইত্যাদি এলাকায়ও কাভার করা হয় নি। কিন্তু ৪ ডলারে ম্যাসেজ এসেছে ৪০টার বেশি, এই মুহূর্তে CPC ৯ সেন্টের মত। আর কম বাজেটের অ্যাডে আপনি যখন অনেক জায়গা জুড়ে অ্যাড চালাবেন তখন ফেসবুক সেটা ভাগ করে ফেলবে এবং দেখা যাবে প্রতিটা এলাকায় রিচের পরিমান হবে অনেক কম। তাই বাজেটের উপর লোকেশন টা ব্যালেন্স করে টার্গেট করা গুরুত্বপূর্ণ অ্যাড প্রথম দিকে পারফর্ম না করলে বারবার এডিট করার দরকার নেই উপরে একবার লেখেছি, যখন এই অ্যাডটাতে একটা ম্যাসেজ ও নাই, ১ ডলার খরচ হয়ে গেছে তখন এডিটের চিন্তা করেও বাদ দিয়েছি, এডিট করি নাই, ফেসবুক অ্যাডকে সময় দিতে হবে আপনার টার্গেট চেনার জন্য, বারবার এডিট করলে ফেসবুক বারবার সময় নিবে, এতে আপনারই ক্ষতি। এরকম অবস্থায় CPC রেট প্রথমে বেশি থাকে তাই CPC রেট বেশি দেখে অ্যাড বন্ধ করা ঠিক হবে না প্রথম ১ টা ২ টা ম্যাসেজ যখন আসলো CPC রেট অনেক বেশি ছিলো ৫০-৬০ সেন্টের মত। এরপর সময়ের সাথে