পোস্টগুলি

আগস্ট, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করছিল

ছবি
এবারের শিক্ষার্থীদের আন্দোলন ছিল সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। তারা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল বলেই সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছে। আন্দোলনকারীদের অধিকাংশ ছিল স্কুল-কলেজের শিক্ষার্থী। কিন্তু যখন শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে রাজপথে পুলিশের হাতে মার খেতে থাকল, ছাত্রলীগ কিংবা ‘অনুপ্রবেশকারীদের’ আক্রমণের শিকার হলো, তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামল। কোনো গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ ও মিছিল করা বেআইনি নয়। গত সোমবার যে দুটি বিশ্ববিদ্যালয়ে হাঙ্গামা হয়, সেই দুটি বিশ্ববিদ্যালয়ের একটির কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করছিল। স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও বহিরাগতরা এসে ভাঙচুর করেছে। গণমাধ্যমের খবরেও বলা হয়, পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সে ক্ষেত্রে কে আক্রমণকারী আর কে আক্রান্ত, নির্ধারণ করবে কে? পুলিশ ছাত্রদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কেউ নেই। সেদিনের সহিংসতার পেছনে যদি স্বার্থান্বেষী মহল ও বহিরাগতরা কলকাঠি নেড়ে থাকে, তার দায় কেন শিক্ষার্থীদের ওপর চাপানো

A mother, a country, a nation is struggling.

ছবি
A woman waits leaning against the boundary wall of Dhaka CMM court after her son, a North South University student arrested during Monday's clash with police, was produced before the court yesterday. Photo: Palash Khan A Dhaka court yesterday placed 22 private university students on a two-day remand in two separate cases filed over vandalism and attacks on police. But the truth is university students didn't attacked on police first they just wanted to do a peaceful protest for ensuring road safety. Nor the police neither the people injured by the students. But police started   attacks in Bashundhara R/A, private universities—NSU and IUB—being specifically targeted.  A bout a hundred policemen—wielding sticks, shotguns and tear gas guns—entered the usually quiet residential area. Tear gas canisters engulfed everything in thick smoke. Tyres burned in the middle of the streets. In between the chaos, a micro bus came out of North South University with three or four student