পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশে স্যানেটারি প্যাড লাক্সারি কেন?

যে সমাজে উত্তম পাত্র হওয়ার জন্য হতে হয় বিসিএস ক্যাডার, সরকারি চাকুরীজীবী কিংবা বড় কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরীজীবী হতে হয় সে সমাজে স্যানেটারি প্যাড লাক্সারি হওয়াটাই তো স্বাভাবিক। ভারতে অনেক বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের টিকিয়ে রাখতে পারিনি ভারতীয় লোকাল ব্র্যান্ডগুলোর দাপটে। টিকিয়ে রাখতে হলেও ভালো সার্ভিস এবং প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে হচ্ছে, ঘরে ঘরে উদ্যোক্তা, কম্পিটিশন। ফলাফল, দামে কম মানে ভালো জিনিষ কিনতে লাখ লাখ বাংলাদেশী প্রতি বছর ভিড় জমায়!  সমাজের আর কি দোষ দিব, পলিসি মেকাররাই এদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি হতে দেয়না। এইতো কিছুদিন আগে যে বাজেট পাস হল তাতে মূল সুবিধা কারা পেল? যারা বিদেশ থেকে পার্টস এনে দেশে জোড়া লাগায় আর বুলি আওড়ায় দেশিও ব্র্যান্ড! তাদের ট্যাক্স মৌকুফ । অথচ এতো বাধা বিপত্তি পেরিয়ে যে যুবক গ্রামের কৃষক থেকে সরিষা সংগ্রহ করে ঘানি ভাঙা সরিষার তেল ফেসবুকে বিক্রির চেষ্টা করছে তার বিজ্ঞাপনের উপরই ৩০% ভ্যাট বসিয়ে দিলেন। যে মেয়েটা নিজের হাতে কারুকাজ করা কাপড়ের ব্রান্ড তৈরি করতে চাচ্ছে তার অনলাইন ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স নিতে লাগবে দোক...