গুগলে যোগ হচ্ছে ৪ লাখ নতুন বাংলা শব্দ !


ইন্টারনেটে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে আসন্ন স্বাধীনতা দিবসে নতুন চার লাখ শব্দ গুগল ট্রান্সলেটে যোগ করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জিডিজি বাংলা।

Google Bangla Translate


আপনি জিমেইল একাউন্টে লগইন থাকা অবস্থায় এই ঠিকানায় গিয়ে অবদান রাখা শুরু করতে পারেন এখনই।http://translate.google.com/communityআপনার যদি জানা না থাকে কিভাবে অবদান রাখবেন তাহলে এখানে ক্লিক করুন 
ভিডিও টিউটোরিয়াল
সারা দেশে ৫০টির বেশি অনুষ্ঠানের যেকোনটিতে এসে অংশ নিতে পারেন এই কার্যক্রমে। সঙ্গে নিয়ে আসুন আপনার ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনটি। এ ছাড়া পৃথিবীর যে যে প্রান্তেই আছেন না কেন গুগল ট্রান্সলেটে শব্দযোগ করে অবদান রাখতে পারেন মায়ের ভাষার জন্য।এই কার্যক্রমের কেন্দ্র হবে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই থাকবে; ২৬ তারিখেসকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই কার্যক্রমে অংশ নিতে হলে এই ফর্মে নিবন্ধন করুন।ফরম 
২৬ মার্চের রেকর্ডের পরও চলবে বাংলাকে সমৃদ্ধ করার এই কার্যক্রম। পয়লা বৈশাখ পর্যন্ত যিনি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবেন তিনি সুযোগ পাবেন সিঙ্গাপুরে গুগল অফিস দেখে আসার। আর এক হাজারের বেশি যারা কন্ট্রিবিউট করবেন তাদের সবাই পাবেন গুগলের ইলেকট্রনিক সার্টিফিকেট। থাকছে আরও কিছু পুরস্কার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই