আবারো বাংলাদেশ আর ভারতের মাঝে সাইবার যুদ্ধ !


বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানের পরাজয় বরণ করেছে বাংলাদেশ। আর এতে নড়েচড়ে বসেছেন বাংলাদেশি হ্যাকাররা।              
Cyber War Bangladesh vs India #OPIndia
কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিংয়ের বিতর্কিত ভূমিকার জন্য হ্যাকাররা প্রতিশোধ নিতে থাকে ভারতের উপর।
ভারতের সাইবার স্পেসকে ধ্বংস করার জন্য তারা চালাতে থাকে একেরপর এক হামলা।এর ফলে প্রতি ১৫ মিনিটে হ্যাক হতে থাকে ভারতের কমপক্ষে পাঁচটি করে ওয়েবসাইট।
গত রোববার থেকে ভারতের সাইবারে হামলায় অংশগ্রহণকারী হ্যাকার গ্রুপ গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সাইবার ৭১, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি, বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স, সাইবার সোর্ড, সাইবার কমান্ডোজ।
হ্যাকার গ্রুপ গুলো তাদের অফিসিয়াল পেজ গুলোতে জানায় ভারতের বিরুদ্ধে আরো কঠোর হবে তারা।
এই বিষয়ে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স তাদের অফিসিয়াল পেজে জানায় ‘আজকের খেলায় আমাদের সঙ্গে অন্যায়ের প্রতিবাদের আমরা বিগ স্কেল অ্যাটাকের সিদ্ধান্ত নিয়েছি, আজকের টার্গেট হবে সবচাইতে বড় এবং অ্যাটাক হবে ম্যাসিভ!’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই