অ্যাপেলের নতুন চমক আইওএস ৯ !
![]() |
iOS 9 |
ব্যাটারির দীর্ঘায়ু-
বর্তমানে স্মার্টফোনের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এর ব্যাটারির আয়ু , দিনের অর্ধেক যেতেই ব্যাটারি চার্জের প্রয়োজন হয় । ফোন নির্মাতারা এটি বাড়াতে সব সময়ই ব্যর্থ। তবে অ্যাপলের আইওএস-৯-এ কম খরচের পাওয়ার মুডে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে।
![]() |
iOS 9 Low Power Mode |
উন্নত নোট্স -
এতে থাকছে দ্রুত চেক লিস্ট বানানোর সুবিধা, ইচ্ছেমতো ফরম্যাটিং ও ছবি যোগ করার সুযোগ।
Smooth & elegant Notes |
পূর্বের সংস্করণে শিফট না চাপলেও সব অক্ষর বড় করে দেখাত, কিন্তু নতুন iOS 9 এ কেবলমাত্র শিফট চাপলেই অক্ষর বড় হবে।
তাছাড়াও নতুন এই অপারেটিং সিস্টেমের ফলে অ্যাপ লাঞ্চ এর গতি এবং প্রসেসরের কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে বলে অ্যাপল দাবি করেছে ।
আজ এ পর্যন্তই, তথ্যপ্রযুক্তির নতুন নতুন খবর পেতে সাথেই থাকুন ।
![]() |
iOS 9 Keyboard Layout |
আইপ্যাডে থাকছে বিশেষ পরিবর্তন
যখন আইফোনের আইওএসে এত পরিবর্তন থাকছে, আইপ্যাডই বা বাদ থাকবে কেন? তাই আইপ্যাডেও থাকছে পরিবর্তন তবে সেটির জন্য সর্বশেষ যন্ত্রটি লাগবে। বিভক্ত পর্দায় দুই অ্যাপসকে পাশাপাশি চালানোর সুবিধা থাকছে ফলে সত্যিকারে মাল্টিটাস্কিং সুবিধাটি পাওয়া যাবে এতে। থাকছে স্লাইড ওভার নামের নতুন সুবিধা। আরও আছে ছবি থেকে ছবি দিয়েই ভিডিও বানানোর সুবিধা।
![]() |
Multitasking on iPad |
![]() |
Slide Over on iOS 9 |
আরও থাকছে খবরের জন্য বিশেষ অ্যাপ -
নতুন এই অপারেটিং সিস্টেমে তারা নিজস্ব সংবাদভিত্তিক অ্যাপ চালু করছে।
![]() |
Apple News |
আজ এ পর্যন্তই, তথ্যপ্রযুক্তির নতুন নতুন খবর পেতে সাথেই থাকুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন