চোখ ধাঁধানো সব ফিচার নিয়ে এলো ওয়ান প্লাস টু স্মার্টফোন !
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাজারে উন্মুক্ত হতে যাচ্ছে ওয়ান প্লাস টু ২০১৬ ফ্লাগশিপ কিলার ।
One Plus Two |
Qualcomm Snapdragon 810 Chipset
Snapdragon 810 Special Features |
Finger Print Lock |
LTPS Technology Benefits |
ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে অক্সিজেন UI
Oxygen UI |
ডিভাইসটির পাওয়ার হিসেবে রয়েছে হাই ক্যাপাসিটির ৩৩০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ।
One Plus Two 3300 mAH Lithium-Polymer Battery |
তার সাথে এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা যার রেজ্যুলেশন ৪১২৮*৩০৯৬ পিক্সেল , অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন, লেজার অটোফোকাস, ডুয়েল এলইডি ফ্লাস ।
সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এর ইউএসবি টাইপ সি ( USB Type C ) কানেক্টর , এর সাহায্যেই ডিভাইসটি ডেটা ট্রান্সফার এবং চার্জ করতে সক্ষম ।
এর সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যা ৩০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতে সক্ষম ।
তাছাড়াও এতে অ্যাডভান্স ওয়াই-ফাই এসি , ব্লুটুথ ৪.১, ৩.৫ এমএম এর এয়ারফোন জ্যাক এবং কম্পাস, প্রক্সিমিটি, গায়রো, আক্সক্লেমেটর সেন্সর, ডুয়েল সিমসহ রয়েছে অত্যাধুনিক নানান সুবিধা ।
আজ এ পর্যন্তই , পরবর্তীতে নতুন কোন প্রযুক্তির খবর সবার আগে ছড়িয়ে দিব আপনাদের মাঝে ।
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনবচ, ধন্যবাদ আপনাকে। ওয়ান প্লাস টু স্মার্টফোনটি নিয়ে বাংলায় আরও শখানেক লেখা রয়েছে বিভিন্ন ব্লগে।
উত্তরমুছুন