গুগলের প্রোজেক্ট এআরএ

বাজারে  স্মার্টফোন কিনতে গেলে পড়তে হয় নানান ঝামেলায় , মোবাইলের ক্যামেরা পছন্দ হলে দেখা যায় র‍্যাম এবং রম কম । র‍্যাম-রম ঠিক থাকলে দেখা যায় ডিসপ্লের গুনগত মান ভালো নয় আবার এগুলো ঠিক থাকলে দেখা যায় আপনার চাহিদামত চার্জ থাকছে না ।
গ্রাহকদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা এবং নমনীয়তার কথা চিন্তা করে গুগল আনতে যাচ্ছে এক চমৎকার মড্যুলার স্মার্টফোন যাতে নিজের ইচ্ছামত যুক্ত করা যাবে ক্যামেরা, ওয়াইফাই, র‍্যাম-রম, ব্যাটারি, ডিসপ্লেসহ প্রায় সকল হার্ডওয়্যার । স্মার্টফোনের এই নতুন ধারণাটি নিয়ে কাজ করে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ জায়ান্ট গুগল ।
Project ARA


যদিও এই মড্যুলার স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসছে তা এখনও গুগল জানায়নি, তবে ২০১৬ সালের আগে বাজারে ছাড়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে । এদিকে তোশিবা, মিডিয়াটেক, কুয়ালকমসহ আরও অনেক টেক জায়ান্ট ইতিমধ্যে এর মড্যুউল তৈরির কাজ শুরু করে দিয়েছে  ।
Camera Module for Project ARA

গুগল I/O 2015 তে স্মার্টফোনটির প্রোটোটাইপ এর একটি ডেমো দেখানো হয় । সেখানে মড্যুলার ফোনটি সফলভাবে বুট হয় । অনেকে হয়তো জানেন না বিশ্বের এক সময়ের বিখ্যাত মোবাইল কোম্পানি মটোরোলার গর্বিত বর্তমান মালিক গুগল । আশা করা হচ্ছে গুগল মটোরোলার মাধ্যমেই তাদের এই নতুন ধরনের স্মার্টফোনটি বাজারে ছাড়বে । 
Project ARA Concept Motorola
Motorola


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই