কম্পিউটারের মস্তিষ্ক দেখতে কেমন ?
![]() |
কম্পিউটারের মস্তিষ্ক |
আমরা অনেকেই শুনেছি কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট । এটি দেখতে কেমন , কত বড় এই মস্তিষ্ক তা অনেকেরই অজানা । যাদের সিপিউ সম্পর্কে কৌতুহল তারা দেখে নিতে পারেন এই ভিডিওটি । ভিডিওটিতে বলা হয়েছে স্বর্ণ দিয়ে তৈরি, ভুলের জন্য আমি ক্ষমাপার্থি । তবে সিপিউ এর উপরের ফোঁটা ফোঁটা অংশ দ্রুত বিদ্যুৎ প্রবাহের জন্য স্বর্ণ দিয়েই তৈরি করা হয় আর এর ভেতরে রয়েছে সিলিকন ।
ভিডিওটি সম্পর্কে সবার মতামত আশা করছি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন