বাংলাদেশের বাজারে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর !

১৪ ন্যানোমিটার প্রযুক্তির ইন্টেলের কোর আই৭ স্কাইলেক ষষ্ঠ প্রজন্মের প্রসেসর এখন বাংলাদেশের বাজারে । যার মূল্য ধরা হয়েছে ২৯৫০০ টাকা । 



সম্প্রতি রায়ান্স কম্পিউটার বাংলাদেশের বাজারে এনেছে এই অত্যাধুনিক প্রসেসরটি । ৪ কোর বিশিষ্ট ৪.০ গিগাহার্জ ক্লক স্পিডের প্রসেসরটি ৮ মেগাবাইট ক্যাশ মেমোরি সম্বলিত, যা দিবে দুর্দান্ত গতি, কর্মদক্ষতা  এবং অধিকতর উন্নত গ্রাফিক্স। প্রসেসরটি মাত্র ১৪ ন্যানোমিটার ! তুলনামূলকভাবে বলা যায়, মানুষের রক্তে লোহিত কণিকা ছয় হাজার থেকে আট হাজার ন্যানোমিটার আকৃতির।

সুতরাং বলা যায় ইন্টেলের নতুন এই প্রসেসর শুধু ডেক্সটপ কম্পিউটারেরই 
নতুন যুগের সূচনা করছে না সাথে ট্যাবলেট পিসি,মোবাইলফোনসহ আরও ক্ষুদ্রাকৃতির কম্পিউটার ডিভাইসের এক নতুন যুগের পথ খুলে দিয়েছে । 
মাল্টিটাস্কিং ক্ষমতা বৃদ্ধির জন্য এতে ব্যবহার করা হয়েছে ৮ টি থ্রেড । 
বিশ্বের সর্ববৃহৎ চিপ নির্মাতা এই প্রতিষ্ঠানটি জানিয়েছে পিসি নির্মাতাদের এই প্রসেসর সম্পর্কে আরও প্রচার করার জন্য বলবে তারা। অর্থাৎ, এখন থেকে পিসি ক্রেতারা নতুন এই প্রসেসর সম্পর্কে আরও বেশি শুনতে পাবেন। 
ইন্টেল কর্তৃপক্ষ আশা করছেন, ষষ্ঠ প্রজন্মের এই ইন্টেল কোর প্রসেসর ও উইন্ডোজ ১০ মিলে পিসির বাজারে আবারও ক্রেতা ফিরিয়ে আনতে পারবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

কালি লিনাক্স ও হ্যাকিং