কে না জানে এই দুর্দান্ত লিনাক্স ডিস্ট্রোর কথা! যে ডিস্ট্রোর এক কমান্ডেই গায়েব হয়ে যায় লাখ লাখ সাইট, পড়ে যায় শ'খানেক সার্ভার, যার একটি কমান্ডেই নিমিষেই ধ্বংস করে ফেলা যায় যেকোন অনলাইন ভিত্তিক কোম্পানির আয়-ইনকাম। আসুন, দেখি কালি-লিনাক্স এর সাহায্যে আমরা যেসকল দুর্দান্ত কাজ করতে পারবো: যেকোন সময় নিজের ইচ্ছেমত যেকোন সাইট হ্যাক করা। যে কারও ক্রেডিট কার্ড, বিক্যাশ, পেপ্যাল, স্ক্রিল ইত্যাদির তথ্য হাতিয়ে মিলিওনিয়ার হয়ে যাওয়া। বিশ্বের যেকোন ওয়েব সার্ভিস (ফেসবুক, ইয়াহু, জিমেইল) অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে দেয় চোখের পলকে। ব্র্যাজার্সের মত পর্ণ সাইটগুলোতে আনলিমিটেড ভিডিও অ্যাক্সেস হাতিয়ে নেওয়া। এমনকি আপনি আপনার এসএসসি/এইচএসসির রেজাল্টের জিপিএও পাল্টে দিয়ে নিজের ভবিষ্যৎ পাল্টে ফেলতে পারেন! আসুন, কালি লিনাক্সে সাইট হ্যাক করার বেসিক শিখে নিই। হ্যাকিং বাংলাদেশে কিছু অতি জ্ঞানী মানুষ আছে, যারা জ্ঞান ঝাড়ে যে, "সাইট হ্যাক করা সাধনার ব্যাপার, ব্যাকট্র্যাক ইন্সটল করলেই সাইট হ্যাকার হওয়া যায় না"। খ্যাঁতা পুড়ি ওইসব গিয়ানীর! ব্যাকট্র্যাকের ক্ষমতা সম্পর্কে জানে না বিধায় তারা এমন ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন