ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে

আমাদের কাছে ওয়াইফাই রাউটার এখন কম্পিউটার ও ইন্টারনেটের মতো এক অপরিহার্য ডিভাইস, বিশেষ করে ঢাকা শহরে এর ব্যাপকতা বিশেষভাবে লক্ষণীয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাদের বাসায় ওয়্যার্ড ইন্টারনেট সংযোগ আর স্মার্টফোন আছে তাদের বাসায় ওয়াইফাই ডিভাইস থাকবেই। ওয়াইফাই রাউটারের জনপ্রিয়তার মূল কারন এর সহজলভ্যতা ও ওয়্যারর্ড ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ মোবাইল ব্রডব্যান্ডের তুলনায় অনেক কম বলে। তাছাড়াও একটি সংযোগ দিয়ে একাধিক ল্যাপটপ/মোবাইল/কম্পিউটার ডিভাইসে ক্যাবল ছাড়া এবং ক্যাবলসহ ব্যবহারের সুবিধা থাকায় ডিভাইসটি আরও অধিক গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় হয়ে উঠেছে। 

অনেকেই হয়তো প্রতিদিন ব্যবহার করেন কিন্তু জানেন না এটি কিভাবে এত কাজ করে, কিভাবে কোন তাঁরের সংযোগ ছাড়াই আপনার মোবাইলের/ল্যাপটপ কম্পিউটারের এত মিলিয়ন বাইট তথ্য আদান প্রদান করছে খুব সহজেই। যারা জানতে চান ওয়াইফাই কি ও এটি কিভাবে এত ধরনের কাজে পটু তাদের জন্য খুব সহজ ইংরেজিতে ওয়াইফাই সম্পর্কে প্রাথমিক কিছু ধারণার একটি অ্যানিমেশন ভিডিও দেওয়া হল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই