টেক জায়ান্ট স্যামসাং এর ইতিহাস ও কিছু মজার তথ্য
আমরা প্রতিদিন যেসকল প্রযুক্তি পন্য ব্যাবহার করি তার মাঝে শীর্ষ একটি ব্রান্ড হল স্যামসাং । এর চলার পথটি কখনই মসৃণ ছিলো না । নানা ঘাত - প্রতিঘাত , উত্থান - পতন এর মাধ্যমেই স্যামসাং আজকের এই শীর্ষ অবস্থানে এসে দাঁড়িয়েছে। না , দাড়িয়েছে বলা যাবে না এখনো তারা ছুটছে , তাদের গতি যেন আরো বাড়ছে । প্রতি মুহুর্তে পাল্লা দিতে হচ্ছে বড় বড় প্রতিদ্বন্দ্বীদেরকে । আমরা আজকে এই প্রতিষ্ঠান টির ইতিহাস এবং কিছু অজানা তথ্য সম্পর্কে জানবো । স্যামসাং কোম্পানি জন্মের ইতিহাস- স্যামসাং কোম্পানির শুরু টা হয়েছিলো লি বায়াং ছুল ( চুল ?) এর হাত ধরে সেই ১৯৩৮ সালে । কোরিয়ার সু ডং ( বর্তমানে ইংগডং ) শহরে তিন তলা একটি বিল্ডিং আর সর্বসাকুল্যে ৪০জন শ্রমিকের ৮০ টি হাত , আর মুলধন মাত্র ৩০ ডলার এর সম পরিমান কোরিয়ান ওন । এই নিয়ে যাত্রা শুরু । আপনারা হয়তো ভাবছেন এই সম্পদ দিয়ে কিভাবে আবার এত বড় কোম্পানিতে পরিণত হল ? আসলে ব্যাপ...