অ্যাপেলের প্রোগ্রামিং ভাষা সুইফট এখন থেকে ওপেন সোর্স
![]() |
সুইফট লোগো |
অ্যাপলের তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইফট এখন থেকে ওপেন সোর্স। অর্থাৎ এখন থেকে এটি যে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ছাড়াও আরও অনেক ধরণের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। এখন জেনারেল পারপাজ ল্যাঙ্গুয়েজ (ডেস্কটপ, মোবাইল, ক্লাউড অ্যাপ ডেভেলপমেন্ট) হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আরও একধাপ এগিয়ে গেলো সুইফট। আর এর সিনট্যাক্স খুব সহজ এবং মিনিমাল হওয়ায় দ্রুত একটি REPL বেজড ল্যাঙ্গুয়েজ হিসেবে নতুনরা সহজেই শিখে নিতে পারবে, তাছাড়াও এতে আরও আধুনিক অনেক সুবিধা রয়েছে যা সি ও সি++ প্রোগ্রামিং ভাষাতে অনুপস্থিত। তাই অ্যাপেল সুইফট এর ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আশাবাদী।
![]() |
কেন সুইফট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করবেন |
উল্লেখ্য, এর আগে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ম্যাক ওএস ও আইওএস ছাড়া সুইফট প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করা যেতোনা।
আরও জানতেঃ অ্যাপলের অফিসিয়াল সুইফট সাইট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন