ওয়াটআপ, ১৫ ফুট দূরত্ব থেকেই মোবাইল চার্জ


ওয়্যারলেস চার্জিং এখন আর কোন নতুন বিষয় নয়, বর্তমানে যে সকল ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে তার জন্য আপনার ডিভাইসটিকে একটি নির্দিষ্ট প্যাডের উপরে রাখতে হয় আবার সঠিকভাবে প্যাডের উপরে না রাখলে চার্জ হয়না। এরই সমাধান নিয়ে আসছে ওয়াটআপ, এই ওয়্যারলেস চার্জিংয়ের জন্য লাগবেনা কোন প্যাড! কোন প্রকার ধাতব পদার্থের সংযোগ ছাড়াই ১৫ ফুট দূরত্ব থেকে চার্জ করতে পারবে শুধু একটি নয় কয়েকটি ডিভাইস।
এখন শুধু কল্পনা করেন যে কয়েকদিন পরে ক্যাবল চার্জারের অবস্থান হবে জাতীয় জাদুঘর! 

ওয়াটআপ-ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিঃ

 প্রযুক্তি বিষয়ক কোম্পানি এনারজাস কর্পোরেশন বাজারে আনতে চলেছে ওয়াটআপ, তাদের ধারণা এই ওয়্যারলেস চার্জারটি বদলে দেবে সকল ডিভাইসের চার্জিংয়ের রীতিগত পদ্ধতি।
এনারগোস ওয়্যারলেস
ওয়েবসাইটে পাওয়া তথ্য

ওয়াটআপ কিভাবে কাজ করে: 

ওয়াটআপ ট্রান্সমিটার ব্লুটুথ মডিউলের মাধ্যমে সংযুক্ত হয় ও সেই ডিভাইসের দূরত্ব নির্ধারণ করে এর মাঝে আরএফ(রেডিও ফ্রিকোয়েন্সি) প্রতিফলন ঘটায়  এবং ডিভাইসগুলোতে থাকা ছোট একটি চিপ এই সিগন্যালগুলোকে ডিসি শক্তিতে রূপান্তর করার মাধ্যমে দিভাইস চার্জ করে। তবে ৫-১৫ মিটারের মধ্যে অবশ্যই ওয়াইফাই ডিভাইস থাকতে হবে, ঠিক যতটুকু দূরত্ব বজায় রাখেন হটস্পট ব্যবহারের সময়।
ওয়াটআপ ওয়্যারলেস চার্জিং

ওয়াটআপ কিসের সাহায্যে ব্যবহার করবেন এবং কখন পাবেন?

 ওয়াটআপ নির্মাতা প্রতিষ্ঠান এনারজাস বলেছেন বাসা বাড়িতে ব্যবহৃত ইলেক্ট্রনিক্স ডিভাইস যেগুলো প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবহার করে, যেমনঃ টিভি, ফ্রিজ, স্পিকার ইত্যাদি এদের সাথেই এমবেডেড করা থাকে ওয়াটআপ ডিভাইসটি এবং  রেগুলার ব্যাটারির পরিবর্তে ওয়াটআপ এনাবেল ব্যাটারি প্যাক ব্যবহার করতে হবে। 
খুব শীঘ্রই আনুমানিক আগামী বছরের শুরুর দিকেই এটি বাজারজাত করা হবে বলে জানিয়েছেন এনারগোস।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

Once in a lifetime opportunity for Millennials and Generation Z of Bangladesh