ডিজিটাল স্বাস্থ্যসেবায় বাংলাদেশ।
টেকনোলজি দিয়ে দেশের মানুষের সেবার উদ্দেশ্যে একটা পাগলাটে চিন্তা নিয়ে দেড় বছর আগে কাজ শুরু করে কয়েকজন তরুন, টার্গেট ছিল স্বাস্থ্যসেবা। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাইজ করা এবং জনসচেতনতা সৃষ্টির জন্যে তারা কাজ শুরু করে Rx71 নামে। অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত অবস্থা।
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রথম ৩৬০ ডিগ্রী সলিউশন ডেভলপ করাই Rx71 এর মূল উদ্দেশ্য। আপাতত ৫ টা মডিউল নিয়ে তারা যাত্রা শুরু করেছে, যেখানে থাকছে রোগ নির্ণয়, স্বাস্থ্যজ্ঞান, খাদ্য ও পুষ্টি, ডাক্তার ডিরেক্টরি এবং হাসপাতাল ডিরেক্টরি। ২০১৬ সালের প্রথম দিনই তারা তাদের ওয়েবসাইটটির বেটা ভার্সন চালু করেন।
প্রায় ৬০+ জনের প্রচেষ্টায় খুবই সুন্দর গবেষনার মত কাজ হয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন মডিউল নিয়ে আসব ইনশাল্লাহ। এতদিনের কাজের আজকেই ছোটখাট একটা উদ্বোধন হল, নতুন বছরে ভাল কিছুর প্রত্যাশায়।
আরএক্স৭১ এর অফিসিয়াল ওয়েবসাইট
আরএক্স৭১ বেটা |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন