নিজস্ব প্রসেসর আনছে অ্যামাজন

এবার প্রসেসর নির্মাণ করবে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিদিনের ব্যবহারে প্রয়োজনীয় সামগ্রী, অ্যামাজন কিন্ডল ট্যাবলেট, ক্লাউড কম্পিউটিং, স্ট্রিমিং সেবার পর এবার মাইক্রোপ্রসেসর নির্মাতার খাতায় নাম লেখাবে অ্যামাজন।

অ্যামাজনের এআরএমভিত্তিক ওই প্রসেসরের নাম দেওয়া হয়েছে ‘আলপাইন’। চিপটি ডিজাইন করেছে অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান ‘অন্নপূর্ণা ল্যাবস’।
গেল বছরই অন্নপূর্ণা ল্যাবস নামের ওই চিপ ডিজাইনার প্রতিষ্ঠানটি অ্যামাজন কিনে নেয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
আলপাইন চিপ মূলত ওয়াই-ফাই রাউটার, স্টোরেজ ডিভাইস এবং ‘ইন্টারনেট অফ থিংস’ ডিভাইসগুলোর জন্য বানানো হয়েছে। ডেটা সেন্টারের জন্যও চিপটি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
আসুস, নেটগিয়ার আর সাইনোলোজির মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই অ্যামাজনের ক্রেতার তালিকায় নাম লিখিয়েছে।

অ্যামাজনের অন্যান্য পণ্যের মতো অনলাইনে পাওয়া যাবে না ওই প্রসেসরটি। সার্ভিস প্রোভাইডার আর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি বিক্রি করা হবে ওই চিপ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?