কেন টিপি লিংক ওয়াইফাই রাউটার বাংলাদেশে জনপ্রিয়?
আমরা সবাই টিপি-লিংক ওয়াইফাই রাউটারের সাথে পরিচিত। বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াইফাই বিক্রয়কারী ব্র্যান্ড এটি। যদিও এর থেকে অনেক দামি ও উন্নত ওয়াইফাই রাউটার রয়েছে তবে তারপরেও কেন টিপি-লিংক ওয়াইফাই রাউটারই বাজারে শীর্ষে? তো চলুন আজ জেনে নিই বাংলাদেশের জনপ্রিয় ওয়াইফাই রাউটারের ব্র্যান্ড টিপি লিংক কোম্পানিটির সংক্ষিপ্ত ইতিহাস ও বাংলাদেশে এর জনপ্রিয়তার কারন-
টিপি লিংক শীর্ষে থাকার মূল কারন হল এর সহজলভ্যতা। তাছাড়াও ওয়াইফাই রাউটারগুলো যথেষ্ট ভালো সার্ভিস দেয়। বাংলাদেশের বাজারে এত ব্র্যান্ডের সস্তা-দামি রাউটার থাকতে বেশিরভাগ মানুষ টিপি-লিংক রাউটারই কেন বেঁছে নেয় তাঁর ৫ টি মূল কারন দেখব নিচের ভিডিওটিতে -
টিপি লিংক কোম্পানির ইতিহাসঃ
সুদূর চীনে জন্মগ্রহন করা ক্লিফ চাও ও জেফ্রি চাও নামে দুই ভাইয়ের হাত ধরে শুরু হয় টিপি-লিংক, যার পূর্ণ অর্থ হচ্ছে "টুইস্টেড পেয়ার লিংক"। কোম্পানি শুরু করেছিলেন কম্পিউটারের নেটওয়ার্ক কার্ড উন্নয়নের মাধ্যমে। এরপর একে একে নেটওয়ার্কিং এর বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন। ২০০৫ সালে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলেও তার আগেই তাদের পণ্য পৃথিবীর ১২০টি দেশে পরীক্ষামূলকভাবে বিক্রয় শুরু করেছিলেন। পরীক্ষামূলক বিক্রয়ে ব্যাপক সাড়া পাওয়ার পরেই তারা আরও বেশি করে তাদের পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে আন্তর্জাতিক শেয়ার বাজারে ওয়্যারলেস নেটওয়ারকিং ডিভাইস বিক্রয়কারীদের মধ্যে সবচেয়ে বড় শেয়ারহোল্ডার টিপি-লিংক।বাজারে টিপি লিংক শীর্ষে কেন?
টিপি লিংক শীর্ষে থাকার মূল কারন হল এর সহজলভ্যতা। তাছাড়াও ওয়াইফাই রাউটারগুলো যথেষ্ট ভালো সার্ভিস দেয়। বাংলাদেশের বাজারে এত ব্র্যান্ডের সস্তা-দামি রাউটার থাকতে বেশিরভাগ মানুষ টিপি-লিংক রাউটারই কেন বেঁছে নেয় তাঁর ৫ টি মূল কারন দেখব নিচের ভিডিওটিতে -
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন