এক মিনিটে অচল করে দিন আপনার বন্ধুর আইফোন!

শেষ পর্যন্ত টিম কুকের দল স্বীকার করলো তাদের সকল আইওএস অপারেটিং সিস্টেমে থাকা সময় সংক্রান্ত বাগ। আইফোনের বছর বদলে ১৯৭০ এর পূর্ববর্তী কোন সালে নিয়ে যান তাহলেই আপনার সর্বনাশ!   
Ios-year-byg
iOS Year Bug
আইফোন মুহূর্তে ব্রিক করতে হলে এর তারিখ এবং বছর বদলে ১ জানুয়ারি, ১৯৭০ করে নিন ব্যাস হয়ে যাবে সেকেন্ডে আইফোন ব্রিকিং। অনেকেই ইতিমধ্যে এ কাজ করে পড়েছেন বিপদে। উল্লেখিত তারিখে বদলানোর পর আইফোন রিস্টার্ট দিলেই আর বুট/চালু হবেনা আইফোন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Reddit এর এক ব্যবহারকারী মজা করে তার পোস্টে বলেছিলেন-
" আপনার আইফোনের তারিখ বদলে ১ জানুয়ারি, ১৯৭০ করে রিস্টার্ট করলেই পাবেন ১৯৭০ সালের কোন গোপন সংবাদ! "
যারা পোস্ট অনুযায়ী কাজ করেছেন সে সব আইফোন ব্যবহারকারী পড়েছেন চরম বিপদে, তারা আর কোনভাবেই তাদের সাধের আইফোনটি সচল করতে পারছেনা। অ্যাপল এ ব্যাপারে ব্যবহারকারীদের সচেতন করতে তাদের সাপোর্ট ওয়েবসাইটে সমস্যাটি উল্লেখ করেছেন। তাছাড়াও তারা খুব শীঘ্রই আইওএস আপডেটে বাগটি ফিক্স করবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে অতি সত্বর অ্যাপল সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?