আবারও কমলো বিটিসিএল এর বিকিউব ব্রডব্র্যান্ডের দাম।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল) এর গ্রাহক পর্যায়ের ব্রডব্র্যান্ডের মূল সংযোগদাতা BCUBE আবারও কমালো তাদের মাসিক প্যাকেজের সাবস্ক্রিপশন চার্জ। তাছাড়াও নতুন এই সকল প্যাকেজে থাকছে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
বিকিউব ইনফিনিটি ২৫৬ কেবিপিএসে পূর্বের মাসিক বিল ৪৫০ টাকা হতে কমিয়ে ৩০০ টাকায়, বিকিউব ইনফিনিটি ৫১২ কেবিপিএস ৭৫০ হতে কমিয়ে ৫০০ টাকায়, বিকিউব ইনফিনিটি ১ এমবিপিএস ১১৫০ হতে কমিয়ে ৭০০ টাকায় এবং বিকিউব ইনফিনিটি ১.৫ এমবিপিএস ১৬০০ টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে।আগামী মার্চ মাস থেকেই প্যাকেজটি কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে।
তবে প্রতিটি প্যাকেজের এই মূল্যের সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট এবং পূর্বের সব প্যাকেজ পরিবর্তিত হবে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপার সেভার গ্রাহকরা পাবেন বিকিউব ইনফিনিটি ২৫৬ কেপিবিএস/সেঃ এর প্যাকেজ, ১০জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকরা বিকিউব ইনফিনিটি ৫১২ কেপিবিএস/সেঃ এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকরা পাবেন বিকিউব ইনফিনিটি ১ এমবিপিএস/সেঃ প্যাকেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন