রাশিয়া তার মাটি থেকে বিদায় করবে অ্যাপল, গুগল, মাইক্রোসফট

microsoft-google-apple-banned-from-russiaযিনি নিত্যকাজে ব্যবহার করেন ম্যাক আর যোগাযোগে জিমেইল তিনি নিজেই চান দেশ থেকে আমেরিকার মাইক্রোসফট, গুগল, অ্যাপল টেক জায়ান্ট কোম্পানিগুলোকে বিদায় করতে।




সদ্য নিযুক্ত ভাদিমির পুতিনের প্রথম ইন্টারনেট উপদেষ্টা German Klemenko নিজেদের দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী ও বিশ্ববাজারমুখি করতে এবং গোপনীয়তা রক্ষার্থে তার এই উদ্যোগের কথা বলেছেন ব্লুমবারগে ৯০ মিনিটের এক সাক্ষাৎকারে। বাহিরের দেশের অন্যান্য বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকেও দেশের বাজার থেকে সরিয়ে দিতে চান ক্লেমেনকো।
russia-banned-foreign-tech-gaints
বিদেশি অনলাইন কোম্পানিসহ গুগল এবং অ্যাপলকে তাদের অনলাইন সার্ভিস যেমন অ্যাপ বিক্রয়ের জন্য সাথে গুনতে হবে আরও অতিরিক্ত ১৮% ভ্যাট। বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিবছর আনুমানিক ৪ বিলিয়ন ইউএস ডলার আয় করছে রাশিয়ার তাদের সেবা/পণ্য বিক্রয়ের মাধ্যমে।
Yandex, Mail.ru, VK social network এর মত তাদের দেশিও প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে নিতে এবং দেশিও ব্যবহারকারীদের নিজস্ব প্রযুক্তি ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিতে ক্লেমেনকোর এই নতুন পদক্ষেপ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই