অ্যাপল,ইউটিউব এর পর গুগলও বিদায় জানালো ফ্ল্যাশ প্লেয়ারকে

এখন থেকে গুগল তাদের অ্যাডের ব্যানারে আর ব্যবহার করবেনা ফ্ল্যাশ প্লেয়ার। গুগলের অ্যাডওয়ার্ড অ্যাডভারটাইজিং প্লাটফর্ম থেকে ব্যান করে দিতে চলেছে অনেক বছর ধরে চলে আসা জনপ্রিয় এই মাল্টিমিডিয়া প্লাটফর্ম। 
মাল্টিমিডিয়া প্লাটফর্ম
অ্যাডোবি ফ্ল্যাশ লোগো 
 ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের সময় ও অধিক ডেটা খরচ বাঁচাতে এবং ব্রাউজিং এ পরিতৃপ্তি দিতে দি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ও ডাবল ক্লিক ডিজিটাল মার্কেটিং মিলে এখন থেকে শুধুমাত্র HTML 5 ব্যবহারের উদ্যোগ নিয়েছেন। 
ফ্ল্যাশ প্লেয়ার ব্যান

উল্লেখ্য যে গত দুই যুগ প্রায় ২৪ বছর ধরে ইন্টারনেট জগতের অ্যানিমেশন ক্ষেত্রে রাজত্ব করে আসছিল এই ফ্ল্যাশ প্লেয়ার কিন্তু ২০১৫ এর পর থেকে অ্যাপল এটিকে ব্যান করার পর পরই একে একে অন্যান্য কোম্পানিও সুরক্ষা ও গতিশীল ওয়েব পেতে মুখ ফিরিয়ে নিচ্ছে ফ্ল্যাশ প্লেয়ার থেকে। যদিও অ্যাডোব তাদের ফ্ল্যাশ প্লেয়ারকে ভারনাবিলিটি মুক্ত করার জন্য প্রচুর উদ্যোগ নিয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হলোনা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

Once in a lifetime opportunity for Millennials and Generation Z of Bangladesh