সমুদ্রগর্ভে মাইক্রোসফটের ক্লাউড ডেটাসেন্টার!
প্রযুক্তি জগতে মানুষ প্রতিনিয়তই দেখছে মাইক্রোসফটের হলো লেন্সের মত নতুন নতুন আবিষ্কার ও অত্যাধুনিক প্রযুক্তি। তারই ধারাবাহিকতায় এবার মাইক্রোসফট বিশ্বে সর্বপ্রথম ক্লাউড ডেটাসেন্টার তৈরি করছে সমুদ্রের নিচে! মূলত ডেটাসেন্টারের তাপমাত্রা ঠাণ্ডা রাখার অধিক ব্যয় কমাতেই মাইক্রোসফটের এই সিদ্ধান্ত।
ফেইসবুক এবং গুগল টেক জায়ান্ট কোম্পানিগুলো যখন ডেটাসেন্টার পরিচালনার খরচ কমাতে তাদের ডেটাসেন্টারগুলো পৃথিবীর শীতল দেশগুলোতে সরিয়ে নিচ্ছে ঠিক তখন মাইক্রোসফট বেছে নিয়েছে আরও উন্নত ও সস্তা পন্থা।
মাইক্রোসফট তাদের এই অভিনব ডেটাসেন্টার সম্পর্কে যা বলেছে:
"50% of us live near the coast. Why doesn't our data?"
মাইক্রোসফটের প্রজেক্ট ন্যাটিক |
উল্লেখ্য যে ২০১৩ সালে তারা এ সাবমেরিনটাইপ ডেটাসেন্টার নিয়ে গবেষণা শুরু করেন ও ২০১৪ আগস্টে তারা এর প্রোটোটাইপ তৈরি করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন