নাসার ড্রোন হ্যাকে ক্ষতির সম্ভাবনা ২২২ মিলিয়ন ইউএস ডলার!

কিছুদিন পরপরই পত্রিকা বা ফেইসবুকে নাসা হ্যাকড এই ধরনের টাইটেলের ছড়াছড়ি দেখা যায়। 
অপিনাসাড্রোনস
এবার অ্যাননসেক নামে একদল হ্যাকার ঘটাতে চলেছিল নাসার ২২২ মিলিয়ন ইউএস ডলারের ড্রোন কলঙ্ক। হ্যাকার নিউজ থেকে পাওয়া তথ্যমতে হ্যাকারদের উদ্দেশ্য ছিল ড্রোনটিকে ভূমধ্য সাগরে ফেলে অকেজো করে দেওয়া।ম্যান ইন দ্যা মিডেল(MitM) অ্যাটাকের মাধ্যমে সফলভাবে হাতিয়ে নিতে যাচ্ছিলো নাসার ২২২.৭ মিলিয়ন ইউএস ডলারের ড্রোন। ড্ডয়নের আগেই নাসার ড্রোন টিম বিপদসংকেত পায় এবং সাথে সাথে ম্যানুয়াল কনট্রোলের মাধ্যমে নাসার ৮৭২ ড্রোনটিকে রক্ষা করতে সক্ষম হন। উল্লেখ্য যে এর আগেও নাসার কম্পিউটার সিস্টেম তাদের দ্বারাই হ্যাক হয়েছিল। কিন্তু এবারের হ্যাকিয়ে ঝুঁকি ছিল সবচেয়ে বেশি।  
অ্যাননসেক
অ্যাননসেক লোগো 
  হ্যাকারদের এ মিশনের নাম ছিল #অপিনাসাড্রোনস। এতে পুরোপুরি সফল না হলেও অ্যাননসেক নাসার তিনটি ন্যাস (Network Attached Storage-NAS) সার্ভার যাতে লুকায়িত ছিল ড্রোনটি গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফ্লাইট লগ। হ্যাকার গ্রুপটি প্রায় ২৭৬ জিবি গুরুত্বপূর্ণ ডেটা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেছে। যার মধ্যে ছিল এয়ারক্র্যাফট ও আবহাওয়া পূর্বাভাস দেওয়া রাডার থেকে নেওয়া ৬৩১ টি ভিডিও, ২১৪৩টি ফ্লাইট লগ এবং ২৪১৪ জন নাসাকর্মীর ইমেইল ও ফোন নাম্বারসহ একাধিক তথ্য। কিন্তু এক ইমেইলর মাধ্যমে নাসা ড্রোন হাইজ্যাকের ব্যাপারটি অস্বীকার করেছে এবং তার সাথে উল্লেখ করেছে যে এ তথ্যগুলো পাবলিক ডেটা হতে পারে, এমনিতেই এ তথ্য পাওয়া যায় এর জন্য হ্যাকিংয়ের প্রয়োজন নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?