ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

বাসায় ওয়াইফাই রাউটারটি  কম গতি দিচ্ছে? আইএসপি কে ফোন দিয়ে ইচ্ছামতো ঝাড়ার পরেও উত্তর পেলেন আমাদের এখানে সব ঠিকই আছে, আপনি সম্পূর্ণ গতিই ব্যবহার করছেন।

ভাবলেন এবার রাউটারে সমস্যা, গেলেন ওয়ারেন্টিতে। সেখানেও একই উত্তর ভাই রাউটার ঠিকই আছে। কিন্তু বাসায় এসে দেখলেন আবার একই সমস্যা আবার মাঝে মাঝে ঠিকই গতি পাচ্ছেন।
ওয়াইফাই পাসওয়ার্ড চোর

খুঁজে দেখেন আপনার অজান্তেই অন্য কেউ আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করছে।যদি সত্যিই অন্য কেউ আপনার রাউটারে ওয়াইফাই ব্যবহার করে তাহলে কিভাবে বুঝবেন? আর কিভাবেই বা তাদের ব্লক করবেন?
তাহলে মনোযোগ দিয়ে নিচের স্টেপ বাই স্টেপ অনুসরন করুন। 
আমাদের দেশে টিপি-লিংক রাউটারের ব্যবহারকারী বেশি বলে শুধুমাত্র টিপি-লিংক রাউটারে কিভাবে দেখবেন অনাকাঙ্খিত ব্যবহারকারিদের?

১। প্রথমে আপনার বাসায় ব্যবহৃত সকল ওয়াইফাই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখেন নিন 

এনড্রয়েডে= Settings>wifi>Advance 
আইফোন= Settings>General>Wi-Fi address   

গেলে দেখেবন ১২ ডিজিটের একটি নাম্বার রয়েছে, তা একটি কাগজে তুলে নিন 
তারপর টিপি-লিংকের অ্যাডমিন প্যানেলে লগিন করে Wireless>Wireless Statistics 
Polash Network

   উপরের চিত্রের মত একটি পেইজ আসবে, ওয়্যারলেস/ওয়াইফাই ব্যবহারকারী যত হবে সেই কয়টি ১২ ডিজিটের ম্যাক আইডি দেখাবে।ছবিতে দেখেন ১,২,৩ এমন নাম্বারও দেওয়া আছে।  
এবার খাতায় যে ম্যাকগুলো তুলেছেন তা মিলিয়ে দেখে নিন সবগুলো মিলছে কিনা।আর যদি এলাকার ভাইদের পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে তাদের ম্যাক আইডি গুলোও সংগ্রহ করে নিন। যদি কোনটি না মিলে তার মানে সেটি কোন চোর। তাহলে এখন কি করবেন পাসওয়ার্ড পরিবর্তন ছাড়া! 
হ্যাঁ, এবার পাসওয়ার্ড পরিবর্তন ছাড়াই চোরদের বিদায় দিন। কিভাবে? 
আমি নিল কালি দিয়ে একটি ম্যাক আইডি চিহ্নিত করেছি যা হচ্ছে চোরের ম্যাক। নিচের ছবিতে দেখুন লাল কালি দিয়ে চিহ্নিত করা Deny অপশন রয়েছে। 
ওয়াইফাই সমস্যার সমাধান
এখন শুধু ওয়াইফাই পাসওয়ার্ড চোরের ম্যাক অ্যাড্রেসের পাশে Deny বাটন ক্লিক করে রাউটার রিস্টার্ট দিন। ব্যাস চোরের চুরির দিন শেষ। 
এতে কাজ হলে বা না হলেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। 
আর কাজ হলে অবশ্যই অন্যকে জানানোর সুযোগ করে দিবেন। কোন প্রকার ভুল ক্রুটি থাকলে তা কমেন্টে জানালে উপকৃত হব। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?