আইফোনে শেষ পর্যন্ত কিছুই পেলোনা এফবিআই
সেন বেরনারডিনো অ্যাটাক নামক এক হত্যাযজ্ঞ মিশনের রহস্য উদঘাটনের জন্য এফবিআইয়ের (Federal Bureau of Investigation) প্রয়োজন ছিল সৈয়দ ফারুকের ব্যবহৃত আইফোন ৫সি আনলক করা। আমেরিকার আদালতের আদেশে এফবিআইকে এই খুনের তদন্তে আইফোন আনলক করতে সাহায্য করবে না বলে অ্যাপল জানিয়ে দিলে এফবিআই বেঁছে নেয় বিকল্প পদ্ধতি।
মূলত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের আইফোন ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা দিতেই অপারেটিং সিস্টেমের ব্যাকডোর তৈরি করে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ন্যান্ড মিররিং পদ্ধতি ব্যবহার করে এফবিআই আইফোন থেকে ডেটার ব্যাকআপ নিতে সক্ষম হলেও তাতে হত্যাকাণ্ডের কোন প্রকার প্রাসঙ্গিক তথ্য পায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।
খবরটা শুনতে আশ্চর্যজনক হলেও আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই। আসামী সৈয়দ ফারুক এবং তার স্ত্রীর ব্যবহৃত তিনটি আইফোনের একটি ছিল এই আলোচিত আইফোন ৫সি। যদিও আগেই এফবিআই সন্দেহ করেছিল ঘটনায় জড়িত দম্পত্তির বাড়িতে আবর্জনার সাথে নষ্ট অবস্থায় পাওয়া আইফোন দুটিই তাদের নিজেদের ব্যক্তিগত ব্যবহৃত আইফোন। এত সময় ও অর্থ ব্যয় করেও ধারনাই সত্যি হল যখন সরকারের রাজস্ব এবং জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করে আনলক হল আইফোন।
মূলত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক তাদের আইফোন ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা দিতেই অপারেটিং সিস্টেমের ব্যাকডোর তৈরি করে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ন্যান্ড মিররিং পদ্ধতি ব্যবহার করে এফবিআই আইফোন থেকে ডেটার ব্যাকআপ নিতে সক্ষম হলেও তাতে হত্যাকাণ্ডের কোন প্রকার প্রাসঙ্গিক তথ্য পায়নি বলে জানিয়েছে সিবিএস নিউজ।
খবরটা শুনতে আশ্চর্যজনক হলেও আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই। আসামী সৈয়দ ফারুক এবং তার স্ত্রীর ব্যবহৃত তিনটি আইফোনের একটি ছিল এই আলোচিত আইফোন ৫সি। যদিও আগেই এফবিআই সন্দেহ করেছিল ঘটনায় জড়িত দম্পত্তির বাড়িতে আবর্জনার সাথে নষ্ট অবস্থায় পাওয়া আইফোন দুটিই তাদের নিজেদের ব্যক্তিগত ব্যবহৃত আইফোন। এত সময় ও অর্থ ব্যয় করেও ধারনাই সত্যি হল যখন সরকারের রাজস্ব এবং জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করে আনলক হল আইফোন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন