গুগল প্লাসের ৫ বছর

টেক জায়ান্ট কোম্পানি গুগলের একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে গুগল প্লাস। এক সময়ে ফেইসবুককে টেক্কা দেওয়ার মত গুগলের এই প্রজেক্টটি এখনও যে টিকে আছে তা অনেকের কাছেই বিস্ময়কর ব্যাপার। পরিচিত মানুষজনকে বন্ধু হিসেবে জোরার থেকে সার্কেলের মাধ্যমে নিজেকে এবং পরিচিতজনদেরকে আপডেট রাখতে গুগল বাজের পরিবর্তে ২০১১ সালের জুন মাসে যাত্রা শুরু করে গুগল প্লাস। 

বিশেষ করে যারা সময় চ্যাটে সময় নষ্ট না করে পরিচিতজনের সাথে দৈনন্দিন কার্যক্রম ও খবরাখবর রাখতে চান তাদের জন্যই এটি বেশি উপযোগী। যারা একটু কম কথা বলে বা লাজুক তারাই বেশি এ মাধ্যমটি ব্যবহার করে বলে একটি জরিপে দেখা গিয়েছে। তবে গুগল প্লাসে রিয়েল টাইম বার্তা আদান-প্রদানের সুবিধা আছে।  এই গুগল প্লাসের যাত্রার ঠিক ৫ বছর পূর্ণ হল গতকাল।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই