অনুপ্রেরণামুলক সুপারসেল

আপনি জানেন কি প্রতিদিন ১০ কোটি মানুষ ক্ল্যাশ অফ ক্ল্যান
  গেইম খেলে! যা আমেরিকার প্রতিদিনের কফির চাহিদার চেয়েও বেশি!
১০ টি গেম বানিয়ে ব্যর্থ হওয়া কোম্পানিটির উদ্দেশ্য ছিল এমন একটি গেম বানানো যা বিশ্বের সকল মানুষ খেলবে।
১০ টি গেম বানিয়েও সফলতার মুখ না দেখে তারা কিন্তু নিরাশ হয়নি, ব্যর্থ হলেও তাদের কাজ কিন্তু ঠিকই তারা করে গেছে। একবার চিন্তা করেন যদি সুপারসেল ১০ টি গেম বানানোর পর মনে করত তারা ব্যর্থ, তাদেরকে দিয়ে গেমিং জগতে নতুন কিছু করা সম্ভব না। তাহলে কি সুপেরসেল আজ এই পর্যায়ে আসতে পারতো?
বাংলাদেশের মানুষ বলবে আপনি ব্যর্থ হতে পারবেন না, কিন্তু আপনাকে ব্যর্থ হতে হবে। প্রথমে ব্যর্থ হবেন তারপর সফল হবেন। ব্যর্থ না হলে আপনি কিভাবে জানবেন সফল কিভাবে হতে হয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

Once in a lifetime opportunity for Millennials and Generation Z of Bangladesh