ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?
ধরুন, আপনার বাসায় অতিথি এসেছে,। তাকে নাস্তা দেওয়ার আগেই চেয়ে বসেছে আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড। কিন্তু আপনি অনেক চেষ্টা করেও মনে করতে পারছেন না ওয়াই-ফাই এর পাসওয়ার্ড কি? কিংবা নতুন মোবাইল বা ল্যাপটপ কিনে ওয়াইফাই সংযোগ করতে গিয়ে দেখলেন ওয়াইফাই এর পাসওয়ার্ড মনে নেই।
ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়লে কি কি উপায়ে তা সমাধান করা যায় তার টিউটোরিয়াল নিয়ে সাথে আছি মেহেদী হাসান পলাশ।
ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার প্রথম উপায়-
যদি শুধু ওয়াইফাই সংযোগ করার পাসওয়ার্ড ভুলে যান তাহলে 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে গেলেই Wireless অপশনে গেলেই পাসওয়ার্ড দেখতে পাবেন।192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে ডিফল্ট লগিন আইডি এবং পাসওয়ার্ড থাকে টিপি-লিংকের ক্ষেত্রে অ্যাডমিন, টেন্ডার জন্য কিছুই লাগবেনা। ডি-লিংকের জন্য ইউজার নেম দেওয়াই থাকবে অ্যাডমিন শুধু রাউটার সেটআপের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তাই দিয়ে লগিন করতে হবে।
ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার দ্বিতীয় উপায়-
আর যদি রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডই ভুলে যান অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার দিয়ে 192.168.0.1/192.168.1.1 এই অ্যাড্রেসে যাওয়ার পর যে লগিন বা পাসওয়ার্ড চাবে তাই ভুলে যান তাহলে- রাউটারের পিছনে দেখুন একটি কালো বাটন আছে, বাটনের নিচে ছোট করে WPS/Reset লেখা আছে।
ওয়াই-ফাই রাউটার চালু থাকা অবস্থায় এই বাটনে ক্লিক করে ১০ সেকেন্ডের বেশি সময় ধরে রাখুন, যখন রাউটারের সবগুলো বাতি জ্বলে উঠবে তখন বাটনটি ছেঁড়ে দিন। এরপর রাউটারের পিছনে লেখা ডিফল্ট ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আপনার রাউটারটি সেটআপ করুন।
রাউটার কনফিগার করার উপায় জানা না থাকলে,
ওয়াইফাই রাউটার সেটআপ করার ভিডিও টিউটোরিয়াল-
ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়লে কি কি উপায়ে তা সমাধান করা যায় তার টিউটোরিয়াল নিয়ে সাথে আছি মেহেদী হাসান পলাশ।
ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার প্রথম উপায়-
যদি শুধু ওয়াইফাই সংযোগ করার পাসওয়ার্ড ভুলে যান তাহলে 192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে গেলেই Wireless অপশনে গেলেই পাসওয়ার্ড দেখতে পাবেন।192.168.0.1/192.168.1.1 অ্যাড্রেসে ডিফল্ট লগিন আইডি এবং পাসওয়ার্ড থাকে টিপি-লিংকের ক্ষেত্রে অ্যাডমিন, টেন্ডার জন্য কিছুই লাগবেনা। ডি-লিংকের জন্য ইউজার নেম দেওয়াই থাকবে অ্যাডমিন শুধু রাউটার সেটআপের সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন তাই দিয়ে লগিন করতে হবে।
ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়ার দ্বিতীয় উপায়-
আর যদি রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডই ভুলে যান অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার দিয়ে 192.168.0.1/192.168.1.1 এই অ্যাড্রেসে যাওয়ার পর যে লগিন বা পাসওয়ার্ড চাবে তাই ভুলে যান তাহলে- রাউটারের পিছনে দেখুন একটি কালো বাটন আছে, বাটনের নিচে ছোট করে WPS/Reset লেখা আছে।
ওয়াই-ফাই রাউটার চালু থাকা অবস্থায় এই বাটনে ক্লিক করে ১০ সেকেন্ডের বেশি সময় ধরে রাখুন, যখন রাউটারের সবগুলো বাতি জ্বলে উঠবে তখন বাটনটি ছেঁড়ে দিন। এরপর রাউটারের পিছনে লেখা ডিফল্ট ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে আপনার রাউটারটি সেটআপ করুন।
রাউটার কনফিগার করার উপায় জানা না থাকলে,
ওয়াইফাই রাউটার সেটআপ করার ভিডিও টিউটোরিয়াল-
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন