নিউট্রেলা নয় আসছে অ্যান্ড্রয়েড নোগাট

বর্তমানে এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করন অ্যান্ড্রয়েড এন বা ৭.০ এর নামকরন নিয়ে চলছিলো নানা জল্পনা-কল্পনা। কি হবে নতুন এই নাম যার শুরুটা হবে এন দিয়ে? বিগত সকল ভার্সনের মতই এবারও অ্যান্ড্রয়েড এন এর নাম ঠিক করার দায়িত্বটা ছিল ব্যবহারকারিদের। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রতিবারই নাম নির্বাচনের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী মিষ্টি জাতীয় কোন হালকা খাবারের নাম বেঁছে নেওয়া হয়েছে। এবারের সেই খাবারটি হচ্ছে নোগাট। 

আন্ড্রয়েড এন এর পুরো নাম
ছবি- হ্যাকার নিউজ

ধারণা করা হয় এই নোগাট হচ্ছে বাগদাদের এক আরব্য বই থেকে সংগ্রহ করা। ডিম,বাদাম,মধুর রেসিপি দিয়ে তৈরি বর্তমানে ইউরোপের মুখোরোচক মিষ্টি খাবার। 
তবে নতুন এই অ্যান্ড্রয়েড এন এখনও উন্মুক্ত করা হয়নি, পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। শুধুমাত্র ডেভেলপারদের জন্য বেটা ভার্সন রিলিজ করা হয়েছে। 
তথ্যসূত্র- হ্যাকার নিউজ ও উইকিপিডিয়া  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই