কম্পিউটার বাজারে মন্দা

প্রযুক্তি বাজারে এখন আর ভালো অবস্থানে নেই পার্সোনাল কম্পিউটার। দিন দিন কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বাড়তে থাকলেও বাজারে ভালো অবস্থানে নেই কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বব্যাপী ডেক্সটপ পিসি বিক্রির হার বিগত বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কমে গেছে। 
শুধু ডেক্সটপ বিক্রয়ই নয় প্রযুক্তি বাজারে চাহিদা কমে গেছে ল্যাপটপ কম্পিউটারেরও। টানা ছয় মাস ধরে পার্সোনাল কম্পিউটার বিক্রির পরিমান কমে যাচ্ছে ধারাবাহিকভাবে। কম্পিউটার বাজারের এই মন্দা অবস্থায় “হার্ডওয়্যার অ্যাজ আ সার্ভিস বা হার্ডওয়্যার সেবা দেওয়ার ব্যবসা” ঝুকছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিসি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। অর্থাৎ, কম্পিউটারসহ বিভিন্ন হার্ডওয়্যার ভাড়া দিতে শুরু করবে এইচপি। এদিকে ১৯ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষস্থানে থাকা লেনোভো আগে থেকেই ঝুঁকে রয়েছে মোবাইল ও ট্যাবলেট পিসি প্রোডাকশনে। প্রযুক্তি ব্যবহারে মানুষ সস্তা এবং সহজে বহনযোগ্য ডিভাইসের দিকে ঝুঁকছে। তাই প্রযুক্তি বাজার ধিরে ধিরে দখল করে নিতে যাচ্ছে স্মার্টফোন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই