ফেসবুকে উন্মুক্ত হচ্ছে ট্রান্সলেটর

ভাষা যেন যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায় সে জন্য কাজে নেমে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কাজ চলছে পৃথিবীর ৪৪টি ভাষা নিয়ে। এক ভাষাভাষী মানুষের মনের ভাব বুঝতে অন্য ভাষাভাষীর মানুষের যাতে আর কোন অসুবিধা না হয় তার জন্য ফেসবুকের ডেভেলপাররা  তৈরি করছে মোট ৪৪টি ভাষায় অনুবাদের ডেটাবেস।

সোশ্যাল মিডিয়া ফেসবুকের দাবি, তাদের নতুন এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা ভাষাগত প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারবে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফেসবুক তাদের এই নতুন ফিচারটির 'বেটা টেস্টিং' শুরু করে যার কাজ বর্তমানে শেষের পথে। আর কিছুদিন পরেই ফেসবুকের সকল ব্যবহারকারী এ ফিচারটি পেতে শুরু করবেন।
এখন থেকে আপনার বিদেশী বন্ধুর স্ট্যাটাস অনুবাদ করে পড়তে পারবেন নিজের ভাষায়। যে কেউ চাইলেই ৪৪টি ভাষার মধ্যে থেকে যে কোন ভাষায় অনুবাদ করে পোস্ট দেখতে পারবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

Once in a lifetime opportunity for Millennials and Generation Z of Bangladesh