ফেসবুক পেজ ক্যাটাগরি পরিবর্তন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়ই কোন বিশেষ প্রয়োজনে, ব্যবসায়ীক কাজে কিংবা মজা করতেও তৈরি করে ফেলি ফেসবুক পেজ। কিন্তু আপনি জানেন কি ফেসবুকে পেজ ক্যাটাগরি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বিষয়? পেজ ক্যাটাগরি হচ্ছে আপনি কি ধরনের কাজের উদ্দেশ্যে পেজ পরিচালনা করবেন। আরও সহজভাবে বুঝতে গেলে, যেমন আমি ব্লগে লেখালিখি করি তাই যদি ফেসবুকে বন্ধুদের আমার ব্লগিং এর সাথে নিয়মিত আপডেট রাখতে চাই তাহলে কোন পেজ খুললে তার ক্যাটাগরি অবশ্যই ব্লগিং সিলেক্ট করব। কিন্তু পেজ খোলার সময় এটি ভুল ক্যাটাগরি নির্বাচন করেছেন? তাহলে দেখে নিন কিভাবে আপনার পেজ ক্যাটাগরি পরিবর্তন করবেন।
-মেহেদী হাসান পলাশ
- প্রথমে আপনার ফেসবুকে লগইন করে যে পেজের ক্যাটাগরি পরিবর্তন করতে চান সে পেইজে চলে যান। তবে অবশ্যই আপনাকে সে পেজের অ্যাডমিন হতে হবে।
- তারপর কাভার পেজের ছবির নিচে অ্যাবাউট নামের একটি অপশন আছে তাতে ক্লিক করলে নিচের ছবির অনুরুপ কিছু অপশন পাবেন।
- অ্যাবাউট থেকে ক্যাটাগরিতে যেখানে ব্লগার লেখা দেখছেন তার একটু ডানপাশে মাউসের কার্সর নিলেই নীল রঙের এডিট অপশন আসবে।
- এডিট অপশনে ক্লিক করার পর ক্যাটাগরি নির্বাচনের জন্য দুইটি বক্স পাবেন। একটি হচ্ছে মেইন ক্যাটাগরি আর নিচেরটি হচ্ছে তার সাব ক্যাটাগরি।
- সঠিকভাবে ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি নির্বাচনের পর সেভ চেঞ্জ বাটনে ক্লিক করুন। ব্যাস এবার দেখুন আপনার পেজের ক্যাটাগরি সফলভাবে পরিবর্তিত হয়ে গেছে।
-মেহেদী হাসান পলাশ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন