আইওএস ১০ আনলক স্ক্রিন

সম্প্রতি অ্যাপলের আইফোন আইফোন অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করন আইওএস ১০ আপডেট উন্মুক্ত করা হয়েছে আইফোন ব্যবহারকারীদের জন্য। নতুন আইফোন ৬এস এর থ্রি-ডি টাচের জন্য বিশেষ ফিচার সম্বলিত নতুন এই আইওএস ভার্সনটি আগের সকল আইফোন অপারেটিং সিস্টেমের তুলনায় অধিক কার্যকরী বলে দাবি অ্যাপলের। আইওএস ১০ আইফোন আনলকে এনেছে ঝামেলাবিহীন পরিবর্তন।

‘স্লাইড টু আনলক’ ফিচার বিলুপ্ত করে আনা হয়েছে ‘প্রেস হোম টু ওপেন’ ফিচার। এ ক্ষেত্রে আপনি যদি আপনার আইফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যতিত পিন লক ব্যবহার করেন তাহলে হোম বাটন প্রেসের পর আইফোন আনলকের জন্য হোমস্ক্রিন স্লাইড করে পাসকোড অপশন আনতে হবেনা। শুধুমাত্র হোম বাটন করে আপনাকে পাসকোড দিতে হবে। যদিও আইফোনের টাচ আইডি ব্যবহারকারীরা এ সুবিধা আগে থেকেই পেয়ে আসছেন তারপরেও যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যতিত পুরনো মডেলের আইফোন ব্যবহার করছেন তাদের কাছে নতুন  এই আনলকিং ফিচারটি বেশ উপযোগী। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?