বিদায় নিচ্ছে ১৬ জিবির আইফোন

অ্যাপলের প্রতিটি নতুন আইফোন রিলিজে থাকে আগের আইফোন থেকে অধিক উন্নত ফিচার এবং হার্ডওয়্যার। আইফোন ৪এস রিলিজের পর যেমন আর ৮ জিবি মেমোরির আনা বাতিল করে দিয়েছে অ্যাপল, তেমনি এবার আইফোন ৬এস রিলিজের পর ১৬ জিবি মেমোরি সম্বলিত আইফোন বাজারে আনবেনা অ্যাপল। অর্থাৎ, আগামী সেপ্টেম্বরে রিলিজ হতে যাওয়া "আইফোন ৭" এর মডেলগুলোতে ১৬জিবি মেমোরির অপশন থাকছে না। এ তথ্য নিশ্চিত করেছে অনলাইন সংবাদমাধ্যম "দি ওয়াল স্ট্রিট জার্নাল"। 
 
যেহেতু, আইফোনের মডেলগুলোতে আর ১৬ জিবি মেমোরি থাকছেনা তাই আইফোন ৭ এর মডেলগুলো শুরু হবে ৩২ জিবি মেমোরি থেকে।  যদিও আইফোনের এ পরিবর্তন সম্পর্কে অ্যাপল কর্তৃপক্ষ কোন মতামত জানায়নি। প্রযুক্তি গবেষক ও আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের এ পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে। কারন, ব্যবহারকারীদের অনেকেরই অভিযোগ ছিল ফুল এইচডি ও ফোর কে ভিডিওর জন্য আইফোনের ১৬ জিবি মেমোরি যথেষ্ট নয়। আর যতই দিন যাচ্ছে ততই স্মার্টফোন ব্যবহারকারীদের ডেটা স্টোরেজের চাহিদা বাড়ছে। গ্রাহকদের কথা এবং স্মার্টফোন রাজ্য দাপিয়ে বেড়াতে অ্যাপল তাদের আইফোনে ২৫৬ জিবির স্টোরেজ সুবিধা। এবং গ্রাহকের রুচি এবং চাহিদা অনুযায়ী স্বাভাবিক আইফোনের থেকে অধিক উন্নত হার্ডওয়্যার নিয়ে আনতে চলেছে "আইফোন প্রো" নামক আইফোন রাজ্যের প্রিমিয়াম প্রোডাক্ট।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই