টুরি কিনল অ্যাপল

মেশিন লার্নিং স্টার্টআপ টুরিকে ২০ কোটি ডলার ব্যয়ে কিনে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি” এর ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক মেশিন লার্নিং এই স্টার্টআপ কিনে নিল অ্যাপল। 
টুরির আগের পরিচয় ছিল গ্রাফল্যাব আর ড্যাটো নামে। গ্রাফল্যাব নামের ‘ওপেন-সোর্স’ প্রোজেক্ট থেকে যার যাত্রা শুরু হয়। ছোট এই টুরি কোম্পানির রয়েছে এমন কিছু টুলস যা দিয়ে ডেভেলপাররা সহজেই মেশিন লার্নিং অ্যাপ তৈরি করতে পারে। গিকওয়্যার এর তথ্যমতে, ২০০ বিলিয়ন ডলারের বিনিময়ে টুরি ক্রয় করে নিয়েছে অ্যাপল। তবে অ্যাপল শুধু তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট “সিরি”এর উন্নতির উদ্দেশ্যে টুরি কিনে নেননি, সাথে থার্ড পার্টি অ্যাপ ডেভেলপাররাও যাতে এর সুবিধা ভোগ করতে পারে সে উদ্দেশ্যেই অ্যাপলের এ বিনিয়োগ। যাতে ভবিষ্যতে আবারও মানুষের স্বপ্নকে হাতে এনে দিতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে “টিম কুক” এর দল।

এর আগেও অ্যাপল আরও কয়েকটি মেশিন লার্নিং স্টার্টআপ কিনে নিয়েছে। কিন্তু এবার টুরি অধিগ্রহণের ফলে শেয়ার বাজারে অ্যাপলের শেয়ারমূল্যেও দেখা যাচ্ছে চাঙ্গাভাব। গত সপ্তাহের শেষ দিনে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে দেড় শতাংশ। যা অ্যাপলের সাড়ে তিন মাসে সর্বোচ্চে রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

জীবনে সুখী হতে চান?