দেশের বাজারে শাওমি

বাংলাদেশে এবার আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন বিক্রয় শুরু করল চীনের খ্যাতনামা অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি।
বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীনফোনের মাধ্যমে দেশের বাজারে নতুন তিনটি স্মার্টফোন এনেছে শাওমি। গ্রামীনফোনের সাহায্যেই এখন থেকে বাংলাদেশে বিপনন কার্যক্রম পরিচালনা করবে চীনের এ বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। মূল সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশে শাওমির একক পরিবেশক প্রতিষ্ঠান "সোলার ইলেকট্রো বিডি"।

শাওমি রেডমি থ্রি, এমআই ম্যাক্স ও এমআই ফাইভ স্মার্টফোন গ্রামীণফোনের মাধ্যমে দেশের বাজারে সরবরাহ শুরু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। শাওমি রেডমি থ্রি, এমআই ম্যাক্স ও এমআই ফাইভের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৬ হাজার ৯০০, ২৬ হাজার ৪৯০ এবং ৩৭ হাজার ৯০০ টাকা। স্মার্টফোনগুলোয় থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
শাওমির এই স্মার্টফোনগুলো ক্রয় করা যাবে ১২ মাসের ইমএমআই বা কিস্তিতে। সঙ্গে ক্রেতারা পাবে গ্রামীণফোনের আকর্ষণীয় ইন্টারনেট ডাটা প্যাকেজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

জীবনে সুখী হতে চান?