শাওমি ওয়াইফাই রাউটার ন্যানো , কম বাজেটে সেরা রাউটার

বর্তমান প্রযুক্তি বাজারে কম বাজেটের সেরা ১৫০ এমবিপিএস ওয়াইফাই রাউটার


শাওমি মি  (Xiaomi MI wifi router nano) ওয়াইফাই রাউটার ন্যানো ।

শাওমির এই ওয়্যারলেস রাউটারটি বাজারের সেরা দামে সেরা রাউটার। দুই হাজার টাকার কমে আমার টেস্ট করা সবচেয়ে ভালো পারফর্মেন্স ওয়াইফাই রাউটার। কথায় বলে, ছোট মরিচে ঝাল বেশি। রাউটার জগতে যদি বর্তমান বাজারের কথা ধরা হয় তাহলে হাতের তালুর সমান এই ছোট রাউটারটিই আপনাকে দিবে দুর্দান্ত কাভারেজ, স্ট্যাবল ওয়াইফাই সিগন্যাল এবং ভরসা।
আমার কথায় কেন বিশ্বাস করবেন, রাউটারটি দিয়ে করা ফিল্ড টেস্ট এর রেজাল্টই দেখে নিন নিজের চোখে, কম বাজেটের এই রাউটারটিই কি হতে পারে আপনার নিত্যদিনের ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার?
আমার নিজের হাতে করা এ টেস্ট দেখে সিদ্ধান্ত নিন কম বাজেটে আপনার জন্য কি এই রাউটারটিই উপযুক্ত?
ওয়াইফাই সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে কমেন্ট করুন মেহেদী হাসান ইউটিউব চ্যানেলে।



শাওমি ওয়াইফাই রাউটার এর ব্যবহার, সুবিধা, অসুবিধা, এপ্লিকেশন, ইত্যাদি সংগ্রহ ও সমাধান শাওমি ওয়াই-ফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের ডিফল্ট আইপি অ্যাড্রেস- IP address is 192.168.31.1 #টিপি-লিংক, #ডি-লিংক, #tenda #আসুস সব ওয়াইফাই রাউটারের ডিফল্ট আইপি 192.168.0.1 / 192.168.1.1
-- মেহেদী হাসান পলাশ
https://www.youtube.com/channel/UCiU9Wq4Jp4wPGoUJwFCl-FQ





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers