Mehedi Hasan Polash (Bengali: মেহেদী হাসান পলাশ, born on 26 March 1997) is a Bangladeshi citizen. Experienced Subeditor with a demonstrated history of working in the computer and network security industry. Skilled in Research, Web Design, Marketing, Blogging, Wi-FI management, Wireless Security, Microsoft Word, WordPress, and HTML. Strong media and communication professional with a Bachelor of Business Administration (BBA) focused Dual Major in Management Information Systems and Marketing from North South University. Mehedi Hasan Polash
Mehedi Hasan Polash is one of the highly experienced tech blogger in the history of Bengali technology blogging. Has a history of working on iOS beta , Google Map Makers, Mozilla Geo-location Services. Blogging Carrer started with personal blog and some largest Bengali blog Mehedi Hasan Polash , SomewhereinBlog, Isthishon. Two years experience working with TechMasterBlog as a blogger one year and as a Sub-Editor one year, total 4 years of experience in blogging.
যেহেতু প্রযুক্তির উপরে আমার আগ্রহ বেশি তাই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে করেই হোক একটা আইফোন ব্যবহার করবই। মামার কাছ থেকে শুনেছিলাম অ্যাপলের ফোনগুলোর দাম প্রায় ৫০ হাজারেরও বেশি। ভাবলাম এত দামি ফোন তো কেনা সম্ভব না এটার আশা ছেড়েই দেই। সে সময়ে আবার আমাদের বয়সী ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল এমপি৪/৫ নামক ডিভাইসগুল। ঈদের পর ৩-৪ হাজার টাকা জমিয়ে আমি আর আমার বন্ধু মিলে একটি এমপি৪ কিনতে গেলাম গুলিস্থানের স্টেডিয়াম মার্কেটে। দুই তিন দোকান ঘুরতেই দেখলাম পাশে পুরাতন মোবাইলের ছোট ছোট কিছু দোকানও আছে, চোখ পড়ল আইফোনের উপর! দেখে চোখ চক চক করে উঠলেও প্রথমে দাম জিগ্যেস করতে সাহস পাচ্ছিলাম না, তারপর ভাবলাম এগুলো তো পুরনো তাহলে একবার জিগ্যেস করেই দেখি। ৬ হাজার টাকা দাম শুনেই আমার খুশি আর ধরেনা, বলেই বসলাম নকল নাতো সেট? দোকানদার বললো নকল হইলে নিতে হবেনা। খুশিমনে আইফোনখানা দেখার চালু করতেই পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড জিগ্যেস করলে বললো এটা খুলে নিতে হবে বাহিরে থেকে। আমিতো দামাদামি শুরুই করে দিয়েছিলাম খুশিতে, কিন্তু শেষ পর্যন্ত দামে মিললো না বলে ফিরেই এলাম। মাস ছয়েক পর মামা বাড়িতে আসলে তাকে পুরো ঘটনাটা...
যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কীরকম জীবন চান? ভালো চাকুরী, ভালো পরিবার এবং সুখী জীবন। উত্তরটা এমন হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আপনাকে যদি প্রশ্ন করা হয় জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে চান? ভাবুন তো, কি উত্তর দিবেন। কি, উত্তরের জন্য মোটেও প্রস্তুত নয় বলে মনে হচ্ছে! তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর এখনও খুঁজে পাননি। আপনি কি ভালো চাকুরী/আর্থিক স্বাধীনতা চান? আপনাকে সপ্তাহে ৬০ ঘণ্টা বেশিও সময় দিতে হতে পারে, রাতের পর রাত জেগে কাজ করা লাগতে পারে। বিশাল বিশাল প্রোজেক্ট একাই সামলাতে হতে পারে, কর্মঘণ্টা শেষেও কাজ করা লাগতে পারে। একের অধিক ব্যবসা পরিচালনা করতে হতে পারে। মিটিংয়ে যেতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা লাগতে পারে। এসবের জন্য আপনি প্রস্তুত তো? জীবনে কোন কিছু চাওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন আপনি সেটা পাওয়ার জন্য কি সেক্রিফাইস করতে প্রস্তুত রয়েছেন। তাহলে দেখবেন কাজে গতি আসবে Happiness requires struggle.
Stagflation is knocking at the door. For the first time, Millennials and Generation Z of our country will experience such a hard time. The misleading education system where they don't talk about money going to make it worsen. Our school system never taught us how to make money work for us rather, they taught us how to work for money. The good news is, a bad time comes with opportunities. Take the risk, lunch a lower price version of commodities, or whatever solves problems. Opportunity rarely comes, and this type of opportunity comes once in a lifetime.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন