টিপি লিংক WR-740N ওয়াইফাই রাউটার সম্পর্কিত প্রশ্ন




ইউটিউব চ্যানেলে প্রশ্নটি করেছেন


ভাইয়া এটার দাম কত? এটা কি অন্য কোনো ওয়াইফাই এর তার বা কোনো ডিভাইস কানেক্ট করতে হয়? মাসে কোনো বিল দিতে হয়? সর্বচ্চ কয়টা কানেক্ট করতে পারব? এটার মদ্ধে কোনো জিবি বা জিবির মত কিছু থাকে কি? প্লিজ উত্তর দিবেন

রাউটারটির বর্তমান ভার্সনের দাম ১৮০০ এর নিচে, এর সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ তারের সাহায্যে সংযোগ করতে হয়। মাসিক বিল আপনি আপনার ইন্টারনেট সার্ভিস যেখান থেকে নিবেন সেখানকার চার্জ অনুযায়ী। ক্যাবল দিয়ে আপনি সর্বোচ্চ ৪ টি সংযোগ ব্যবহার করতে পারবেন আর ওয়াইফাই দিয়ে ৩০ এর অধিক তবে আপনার ইন্টারনেট সংযোগ এতোগুলো ডিভাইস চালানোর জন্য উচ্চ গতিশীল হতে হবে। রাউটারে কোন জিবি থাকেনা, আপনি যেখান থেকে ইন্টারনেট সংযোগ নিবেন তাদের প্যাকেজ অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে বেশিরভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আনলিমিটেড ইন্টারনেট দিয়ে থাকে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?