হ্যাকারদের টার্গেট স্বাস্থ্যসেবায়!

হ্যাকারদের টার্গেটে কত বড় বড় কোম্পানির নামই না থাকে, এমনকি এক হ্যাকার গ্রুপের তালিকায় থাকতে পারে প্রতিদ্বন্দ্বী হ্যাকার গ্রুপও। কিন্তু স্বাস্থ্যসেবা!?
হ্যাকারদের টার্গেট স্বাস্থ্যসেবায়

হ্যাঁ, এবার হ্যাকাররা টার্গেট করেছে মানুষের স্বাস্থ্যসেবায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনারিজ। আমেরিকার খ্যাতনামা একদল সিকিউরিটি রিসার্চচারদের দাবি তারা এমন একটি হ্যাকার গ্রুপকে আবিষ্কার করেছেন যাদের মূল টার্গেট হচ্ছে আধুনিক বায়োমেডিক্যাল মেশিনারিজ।
হ্যাকার গ্রুপটি এমন একটি ট্রোজান হর্স তৈরি করেছে যা কোন ধরনের অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্বাস্থ্যসেবায় ব্যবহৃত কোন ডিভাইস বা মেশিনারিজ, যেমনঃ এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, কালার ড্রপলার এবং অনেক হাই টেক ইমেজিং মেশিন যেগুলো রোগ নির্ণয়সহ আর নানা কাজে ব্যবহৃত  হয় সেগুলো খুব সহজেই নিজের নিয়ন্ত্রনে আনতে পারে ট্রোজান হর্সটি। অর্থাৎ, ঐ মেশিনগুলোয় ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলোকে হ্যাক করতে সক্ষম এই ট্রোজান হর্সটি। 
তালিকার শীর্ষে থাকা এক সিকিউরিটি রিসার্চার কোম্পানি সিমটেক এর তথ্যমতে ২০১৫ সাল থেকে হ্যাকার গ্রুপটি একটিভ রয়েছে।
তবে উল্লেখ্য, ট্রোজান হর্সটি শুধুমাত্র নেটওয়ার্কের মাধ্যমে ছড়াতে পারে। অফলাইন মেশিনারিজে এর ঝুঁকি নেই বললেই চলে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই