আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?
যেহেতু প্রযুক্তির উপরে আমার আগ্রহ বেশি তাই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে করেই হোক একটা আইফোন ব্যবহার করবই। মামার কাছ থেকে শুনেছিলাম অ্যাপলের ফোনগুলোর দাম প্রায় ৫০ হাজারেরও বেশি। ভাবলাম এত দামি ফোন তো কেনা সম্ভব না এটার আশা ছেড়েই দেই। সে সময়ে আবার আমাদের বয়সী ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল এমপি৪/৫ নামক ডিভাইসগুল। ঈদের পর ৩-৪ হাজার টাকা জমিয়ে আমি আর আমার বন্ধু মিলে একটি এমপি৪ কিনতে গেলাম গুলিস্থানের স্টেডিয়াম মার্কেটে। দুই তিন দোকান ঘুরতেই দেখলাম পাশে পুরাতন মোবাইলের ছোট ছোট কিছু দোকানও আছে, চোখ পড়ল আইফোনের উপর! দেখে চোখ চক চক করে উঠলেও প্রথমে দাম জিগ্যেস করতে সাহস পাচ্ছিলাম না, তারপর ভাবলাম এগুলো তো পুরনো তাহলে একবার জিগ্যেস করেই দেখি। ৬ হাজার টাকা দাম শুনেই আমার খুশি আর ধরেনা, বলেই বসলাম নকল নাতো সেট? দোকানদার বললো নকল হইলে নিতে হবেনা। খুশিমনে আইফোনখানা দেখার চালু করতেই পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড জিগ্যেস করলে বললো এটা খুলে নিতে হবে বাহিরে থেকে। আমিতো দামাদামি শুরুই করে দিয়েছিলাম খুশিতে, কিন্তু শেষ পর্যন্ত দামে মিললো না বলে ফিরেই এলাম। মাস ছয়েক পর মামা বাড়িতে আসলে তাকে পুরো ঘটনাটা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন