হানিফ পরিবহনের সুপারভাইজার নির্মমভাবে খুন করল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে
বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বল-প্রাণবন্ত এক ছাত্রকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে সড়কে আহত ওই ছাত্রকে নির্দয়ভাবে খালে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। চিকিৎসার কোন ব্যবস্থা না করে এমন হত্যাকাণ্ড নিয়ে জাতির বিবেক নাড়া দিলেও হত্যাকারীদের হৃদয় স্পর্শ করেনি। নির্মমভাবে খুন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের নাম সাইদুর রহমান পায়েল। হত্যার ঘটনায় আরও একজন খুনি নির্দয় বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার হানিফ পরিবহনের চালক জামাল হোসেন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি রেকর্ড করেন মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুশপতি বিশ্বাস। এর আগে ওই বাসের সুপারভাইজার হত্যার বর্ণনা দিয়েছিলেন। বাসচালক স্বীকার করেন, বাসের অটো দরজার সঙ্গে ধাক্কা লেগে পায়েল নামে ওই ছাত্র পড়ে যান। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মারা গেছেন ভেবে পাশের ভাটের চর সেতু থেকে নিচের খালে পায়েলকে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে ঢাকায় চলে আসেন তারা। এর আগে প্রধান আসামি হানিফ পরিবহনের সুপারভাইজার জনি গত বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে মামলার ...