শাও মি ওয়াইফাই রাউটার ৩ এর ভালো এবং খারাপ দিকগুলো


ওয়াইফাই রাউটারটির ভালো দিকগুলো হচ্ছে, 
  • স্পীড লিমিট অপশন আছে। 
  • ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। 
  • একসাথে সর্বোচ্চ ১২০ ডিভাইস সংযোগ করা যায়।


ওয়াইফাই রাউটারটির খারাপ দিকগুলো হচ্ছে,

  • রেঞ্জ কম। 
  • কোন ওয়ারেন্টি নেই।
  •  স্টার্টআপ টাইম বেশি নেয়, 
  • ইউএসবি এখনও কোনোভাবেই ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হয়নি। 
  • ল্যান পোর্ট মাত্র দুটি।  
সব দিক দিয়ে বিবেচনা করলে এই দামে টিপি-লিংক নেওয়া ভালো হবে আমার মতে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই