ইভ্যালির সিইও, কর্মী নিয়োগেও নয়-ছয়?


ইভ্যালিতে নতুন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিচ্ছেন স্বয়ং ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল নিজেই।  মোহাম্মদ রাসেল সাহেবের লিংকনড ইন প্রোফাইলের কর্মী নিয়োগ সংক্রান্ত একটি পোস্টে দেখা যায় অনেক আবেদনকারীর ক্ষোভ। আবেদনকারীরা ইভ্যালির সিইও ঐ পোস্টের কমেন্টেই উল্লেখ করেন, "এটি একটি লোক দেখানো কাজ ইভ্যালির, অনেকদিন আগে নিয়োগের জন্য তার ইনবক্সে সকল কিছু দেওয়া হলেও কেউই কোন উত্তর পাচ্ছেন না "  

Evaly Recruitment
শুধু গ্রাহকসেবা নামে হয়রানি এবং বিক্রেতাদের টাকা আটকে রেখেই ক্ষান্ত হচ্ছেনা ইভ্যালি। প্রতিষ্ঠানের কর্মী নেওয়ার বিজ্ঞাপন দিয়েও হয়রানি করা হচ্ছে চাকুরী প্রত্যাশীদের। সরকার এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগে  ইভ্যালি যেন এক মগের মুল্লুক পেয়ে বসেছে ।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

কালি লিনাক্স ও হ্যাকিং