দারাজে সেলার ক্লেইমের নাজেহাল চিত্র

দারাজ সেলার সেন্টার থেকে 'জাহান্নাম' বলছি
জাহান্নাম: আপনি অমুক তারিখে একটি অর্ডারের এগেনস্টে ক্লেইম করেছিলেন।
দেখতে পাচ্ছি আপনি অভিযোগে লিখেছেন কাস্টমারকে আপনি একটি লিপিস্টিক দিয়েছিলেন, কাস্টমার অর্ধেক ব্যবহার করে ফেরত দিয়েছে।
🧔সেলার: জী ম্যাডাম ব্যবহার করে ফেরত দিয়েছে।
👩‍🔬জাহান্নাম: দুঃখিত! আপনি ছেলে হয়ে মেয়েদের প্রোডাক্ট বিক্রি করেন, আপনার ক্লেইমটি সাসপেন্ড করা হচ্ছে।


দৃশ্য-----------(২)
দারাজ সেলার সেন্টার থেকে 'জাহান্নাম' বলছি।
👩‍🔬 জাহান্নাম: আপনি অমুক তারিখে একটি অর্ডারের এগেনস্টে ক্লেইম করেছিলেন।
ক্লেইমে অভিযোগ করেছেন, কাস্টমারকে আপনি ১ কেজি খোসাসহ কাঁচা বাদাম দিয়েছিলেন, কাস্টমার বাদামের ভেতরের অংশ রেখে খোসা ফেরত দিয়েছে।
🧔সেলার: জী ম্যাডাম, শুধুমাত্র খোসা ফেরত দিয়েছে
👩‍🔬 জাহান্নাম: আপনার বাদামের কি BSTI লাইসেন্স করা আছে?
🧔সেলার: না ম্যাডাম লাইসেন্স করা নাই।
👩‍🔬 জাহান্নাম: দুঃখিত! আপনার ক্লেইমটি সাসপেন্ড করা হলো।
দৃশ্য-----------(৩)
দারাজ সেলার সেন্টার থেকে 'জাহান্নাম' বলছি।
👩‍🔬 জাহান্নাম: আপনি অমুক তারিখে একটি অর্ডারের এগেনস্টে ক্লেইম করেছিলেন।
ক্লেইমে অভিযোগ করেছেন, iPhone-10 মোবাইলের নতুন কভার দিয়েছিলেন। কাস্টমার আপনাকে পুরাতন ব্যবহার করা নষ্ট কভার ফেরত দিয়েছে।
🧔সেলার: জী ম্যাডাম, আমি 99 টাকায় নতুন কভার দিয়েছিলাম, আমাকে পুরাতন কভার ফেরত দিয়েছে।
👩‍🔬 জাহান্নাম: আপনি যে ছবি দিয়েছেন তা অস্পষ্ট, আপনার প্রোডাক্টের রিভিউ অনেক কম, প্রোডাক্ট এর মূল্য অস্বাভাবিক কম। সাথে আপনি আনবক্সিং ভিডিও দেন নি।
সাথে বিএসটিআই অনুমোদন এবং ইমপোর্ট লাইসেন্স এর কোন কপি দেননি।
দুঃখিত! আপনার ক্লেইমটি সাসপেন্ড করা হল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

জীবনে সুখী হতে চান?

Once in a lifetime opportunity for Millennials and Generation Z of Bangladesh