Apple vs Andorid এদের পারফর্মেন্সের দিক দিয়ে মূল পার্থক্য কোথায়?
এক কথায় উত্তর, OPTIMIZATION
৫০০০০ টাকা দিয়ে এন্ড্রোয়েড কিনলেও ১ বছর পর তার ঝিরঝিরা অবস্থা বুঝতে পারবেন সেকেন্ড হ্যান্ড আইফোন ৬ কিনেন, তাও দেখবেন যে বাটার স্মুথ আইওএস এ অভ্যাস হয়ে গেলে এন্ড্রোয়েড এর ঝিরঝিরা ল্যাগিং আর ভাল্লাগবে না ছাড়তে পারবেন না, সো বি কেয়ারফুল
মানুষ এতো পচায় কিন্তু আবার ঠিকি কিনে... হুদাই ভাব দেখানোর জন্য আইফোন হইলে এত মানুষ জীবনেও কিনত না ভাই... কিছু তো আছে যার জন্য মানুষ এত টাকা ঢালতে রাজি হয় তাইনা?
Snapdragon 865 এর ১ বছর পর এর অবস্থা আর ২০১৭ এর A11 Bionic এর ৩ বছর পরের অবস্থা কম্পেয়ার করলেই বুঝবেন মানুষ ক্যান একটা বেইচা আরেকটা কিনে তাও খাওয়া আপেল ছাড়ে না
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন