দারাজের সেলারদের ভবিষ্যৎ কি ভেজানো বিস্কিট?
দারাজের এক ঝাঁক সৎ মেধাবী তরুণ আত্মপ্রত্যয়ী প্রতিশ্রুতিশীল সেলারদের বর্তমান অবস্থা ঠিক এই বিস্কিটের মতো চায়ের কাপে অপ্রত্যাশিত ভেঙে পড়া। এর কারণ অতিরিক্ত বিশ্বাস ও নির্ভরশীলতা। এই বিশ্বাস আর নির্ভরশীলতার প্রতিদান স্বরূপ দিনের পর দিন দারাজ তৈরি করেছে সেলারদের স্বার্থ ধ্বংসের যত কালা-কানুন। দারাজ এর ভিতর গড়ে উঠেছে সেলারদের পণ্য চুরি করার নজিরবিহীন শক্তিশালী চোর সিন্ডিকেট। বর্তমানে দারাজে ব্যবসার চেয়ে দারাজ প্রদত্ত কালাকানুনের হয়রানি আর পণ্য চুরি (ভুয়া রিটার্ন, পেনাল্টি, প্রডাক্ট চুরি, যখন-তখন স্টক করা প্রোডাক্ট বন্ধ করে দেয়া, প্রডাক্ট স্ক্র্যাপ) মহামারি আকার ধারণ করেছে, যা সবাই অবগত আছেন।দারাজের ওপর এই নির্ভরশীলতার কারণ কি ব্যবসা? দারাজের একজন ভুক্তভোগী সেলার হিসাবে আপনার দারাজের অর্ডার, দারাজের ব্যবসায় লাভ, দারাজের ব্যবসায় গ্রোথ, দারাজের ব্যবসায় আপনার মূলধন এর সর্বশেষ অবস্থা, একজন অনলাইন সেলার (দারাজ সেলার নয়) এর সাথে একটু তুলনা করবেন। তাহলে আপনি দারাজ ভিত্তিক ব্যবসার ভবিষ্যৎ অনুধাবন করতে পারবেন।
বি দ্র: তবে আশার কথা হচ্ছে, দেরিতে হলেও এইসব ভুক্তভোগীরা এখন বিকল্প চিন্তা করতে শুরু করেছে ।হয়তো আগামী নতুন বছরের মাঝামাঝি তেই দারাজ এর উপর এই নির্ভরশীলতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে ইনশাল্লাহ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন