সড়ক উন্নয়নের অভিনব এবং কার্যকরী পদ্ধতি
বাংলাদেশের কর্পোরেট হাউজগুলোর একটা করে সড়কের দায়িত্ব নেয়া উচিত। যেমন ধরুন বসুন্ধরা আবাসিক এরিয়ায় ঢোকার মূল সড়কটির দায়িত্ব গ্রামীণফোন নিতে পারে। রোডের নাম হবে জিপি রোড। বসুন্ধরা কতৃপক্ষের নিকট থেকে সড়কটি ৫-১০ বছরের জন্য লিজ নিতে পারে গ্রামীনফোন। লিজকৃত সময়ে পুরো সড়কের মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুটপাত নির্মাণসহ সামগ্রিক উন্নয়নের বিষয়ে দেখভাল করবে গ্রামীণফোন। বিনিময়ে গ্রামীণফোনের সকল প্রোমোশনাল বা বিজ্ঞাপন এক্টিভিটি থাকবে পুরো সড়ক জুড়ে। সড়ক পথে চলাচলকারী সকল পথচারীরাও আপডেটেড থাকবে জিপির প্রোমশনাল মেসেজ সম্পর্কে।
একইরকমভাবে বসুন্ধরা আই ব্লকের সড়কের নাম হতে পারে ওয়াল্টনরোড, গুলশান শুটিং ক্লাব থেকে গুলশান ১ নম্বর পর্যন্ত সড়কের দায়িত্ব নিতে পারে বাংলালিংক। নাম হতে পারে বাংলালিংক রোড বা বিএল রোড। গুলশান ১ হতে ২ নম্বর পর্যন্ত সড়কের নাম হতে পারে রবিরোড।
এভাবে কর্পোরেট হাউজগুলো পুরো ঢাকা শহরের সড়কগুলোর দায়িত্ব নিলে সড়ক ও জনপথের ঝক্কিঝামেলা খুব সহজেই দূর হবে বলে মনে হয়।। পাশাপাশি সড়কজুড়ে বিজ্ঞাপন দেয়াটাও খুলে দিতে পারে বিজ্ঞাপনের নতুন মাত্রা।।
#আমারঢাকা #আমারশহর #পরিষ্কারনগরী #সড়কবিজ্ঞাপন
লিখেছেনঃ Saurov Adhiraz
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন